
জেবিডি আইটি-তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
জেবিডি আইটি, হাই-টেক পার্ক, রাজশাহী, প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ২২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ই-মেইল এর মাধ্যেমে আবেদন করতে পারবেন।
কাজের প্রতি দায়িত্ববোধঃ
* কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে ।
* আলাপ-আলোচনায় দক্ষ ইতিবাচক মনোভাব থাকতে হবে।
* প্রতিদিন কমপক্ষে ০৮ ঘন্টা কাজ করার সামর্থ থাকতে হবে।
* টার্গেট পূরণে দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে।
* ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।
* ক্লায়েন্টের যেকোনো সমস্যা যাচাই করে তা দক্ষতার সাথে সমাধানের যোগ্যতা থাকতে হবে।
* কোম্পানির নীতিমালা মেনে কাজ করতে হবে। কোম্পানির আইন বিরোধী কোনো কাজ করা যাবে না।
* কোম্পানির প্রয়োজনে প্রতি মাসের শেষের দিকে কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মিটিংয়ে অবশ্যই উপস্থিত হতে হবে।
* সপ্তাহে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং প্রতিমাসে সর্বোচ্চ একটি সাধারন ছুটি জরুরী প্রয়োজনে নিতে পারবে।
পদের নাম | কাজের স্থান | যোগ্যতা | কাজের ধরন ও পদ সংখ্যা | বেতন/ভাতা |
---|---|---|---|---|
মার্কেটিং অফিসার-আইটি বিভাগ (ছেলে) | রাজশাহী, নাটোর, চাপাই-নবাবগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁ | পড়তে ক্লিক করুন | ফুল টাইম (১০ জন) | ২৬,০০০/= (৬০০০ টাকা বেসিক বেতন (যাতায়াত বিল সহ), ২০,০০০ টাকা মাসিক বেতন (টার্গেট পূরণ সাপেক্ষে) |
গ্রাফিক্স ডিজাইনার (উভয়) | রাজশাহী | সর্বনিম্ন এইচ.এস.সি পাশ, সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। | ফুল টাইম (০৫ জন) | ৬,০০০/= থেকে ১০,০০০/= |
ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশন অফিসার (মেয়ে) | রাজশাহী | সর্বনিম্ন এইচ.এস.সি পাশ, সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। | ফুল টাইম (০৫ জন) | ৬,০০০/= থেকে ১০,০০০/= |
অফিস পিয়ন | রাজশাহী | সর্বনিম্ন এস.এস.সি পাশ, সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। | ফুল টাইম (০২ জন) | ৫,০০০/= থেকে ৮,০০০/= |
আবেদনের নিয়মঃ
* প্রার্থীকে (jbdit2022@gmail.com) এ সিভি পাঠাতে হবে।
* আবেদন করার সময় সাবজেক্ট-এ “পদের নাম” উল্লেখ করতে হবে।
* আপনার সিভি হতে হবে PDF ফরমেট এবং ০২ পেজের একই সাথে প্রার্থীর রঙিন ছবি সিভিতে যুক্ত থাকতে হবে এবং সিভিতে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।
* অফিসে এসে সিভি প্রদান করা যাবে না। করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
* ভাইভা পরীক্ষার তারিখঃ ম্যাসেজ অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে।
* ভাইভা পরীক্ষার স্থানঃ জেবিডি আইটি (৩য় তলা), টেনিং বিল্ডিং, হাই-টেক পার্ক, রাজশাহী।
আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই, ২০২৫ ইং।