ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায় (Domain & BD Domain)। ডোমেইন নাম ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম।
.bd কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন এবং আইডিএন। (Domain & BD Domain) এগুলো ইন্টারনেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ঠিকানা। .bd হলো বাংলাদেশের প্রতীক।
আমরা সকল প্রকার ডোমেইন (যেমন : .com, .net, .org, .info, .com.bd, .edu.bd, .news;) সুলভ মূল্যে বিক্রয় করে থাকি।