27
Oct
ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনার কি বিজনেস সফটওয়্যার প্রয়োজন ?
in আইটি সার্ভিস
Comments
ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার
আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজছেন?
তাহলে আজই আসুন জেবিডি আইটিতে। আমরা আপনাকে প্রদান করবো সম্পূর্ন ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা। আমাদের ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সহজ করে তুলবে আপনার প্রতিষ্ঠানের সকল হিসাব-নিকাশ ও পেমেন্ট সিস্টেম সহ আরো অনেক কিছু ।
আমাদের রয়েছে যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইন্সট্যান্ট সেট-আপ সমন্বিত সফটওয়্যার ও অ্যাপস। এছাড়াও আপনার চাহিদা অনুসারে আমাদের দক্ষ টিম দ্বারা কাস্টমাইজড সফটওয়্যার সেবা প্রদান করা হয়।
ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের বৈশিষ্ট্য
- বিজনেস ম্যনেজমেন্ট এর বৈশিষ্ট্য : একাধিক ব্যবসা একই সাথে পরিচালনা করা যায় (Cloud Business Software)। একাধিক ব্যবসার হিসাব নিকাশ এক জায়গা থেকে করা যায় ও একাধিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যায়। একধিক দেশের টাইম জোন, ব্যবসায়িক বছর, প্রফিট মার্জিন সহ আরো অনেক ফিচার ব্যবহার করা যায়।
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট : এক বা একাধিক পন্য/প্রোডাক্ট এড করা যায়। স্টক ম্যানেজমেন্ট থাকে, প্রোডাক্ট এনাবল/ডিসেবল করা যায়। বিভিন্ন ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিটস, ট্যাক্স রেটস এড করা যায়। প্রিন্টেড বার কোড এবং লেবেলস শো করে। প্রোডাক্ট এর ম্যানুফেকচার এবং এক্সপায়ারি ডেট সহজেই দেখা যায়। সেলিং প্রাইস গ্রুপ আকারে শো করে। IMEI/সিরিয়াল নম্বর সহজেই দেখা যায়।
- পারচেস ম্যানেজমেন্ট : এড, এডিট, ডিলেট, ভিউ এন্ড প্রিন্ট পারচেস, পারচেস রিটার্ন ও পেমেন্ট রিমাইন্ডার সুবিধা। ক্রেডিট, পেইড এন্ড মল্টিপল পেমেন্ট সুবিধা। ট্যাক্স ডিসকাউন্ট অ্যান্ড শিপিং চার্জেস।
- সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার : কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার্স দুই জনের নম্বর এড করা যায়। পে টার্মস এন্ড পেমেন্ট এলার্ট এর সুবিধা রয়েছে। পেমেন্ট এর ডিটেলস হিসাব-নিকাশ রয়েছে। ক্রয়-বিক্রয়ের সকল ডিটেলস সুবিধা রয়েছে।
স্টাফ অ্যান্ড সেলস পারসন ক্যাশিয়ার
- স্টাফ অ্যান্ড সেলস পারসন ক্যাশিয়ার : আধুনিক ইউজার ম্যানেজমেন্ট মডিউল। সবার জন্য আলাদা আলাদা পারমিশন ও রোল এর সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানের কর্মচারীদের অটো বেতন ক্যালকুলেশনের সুব্যবস্থা রয়েছে।
- সেল অ্যান্ড পস টার্মিনাল: এড, এডিট, ডিলেট, ভিউ অ্যান্ড প্রিন্ট সুবিধা। ক্রেডিট, পেইড এন্ড বাকিতে ক্রয়-বিক্রয় সুবিধা। সেলস রিটার্ন, ট্যাক্স, ডিসকাউন্ট, শিপিং চার্জ, কী-বোর্ড শর্টকাট। পেমেন্ট অপসনে ক্যাশ, কার্ড, বিকাশ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ও মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে।
- অন্যান্য সুবিধা সমূহ : এস এম এস এবং ই-মেইল এর সুবিধা। বারকোড স্ক্যানার ও থার্মাল প্রিন্টার এর সুবিধা রয়েছে। স্টক এডজাস্টমেন্ট ও খরচ ম্যানেজমেন্ট এর সুবিদা রয়েছে। কাস্টমাইজ ইনভয়েস ও বারকোড সুবিধা রয়েছে। দিন, সপ্তাহ অথবা মাস শেষে আলাদা ভাবে রিপোর্ট প্রদান করার সুবিধা রয়েছে।
ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা সর্ম্পকে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
জেবিডি আইটি, রাজশাহী।
মোবাইল: ০১৭১৬-৯০৫৬১৫