Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং

 

ডিজিটাল-মার্কেটিং (Digital Marketing) হলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন ঘরে বসে বিশ্বের সব খবরাখবর রাখতে পারছি, দুর দূরান্তের মানুষের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একে অন্যকে দেখতে পারছি। এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলি। মার্কেটিং বলতে সাধারণত আমরা কোন পণ্য বা সার্ভিসের প্রচার প্রচারণাকেই বুঝি।

 

প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং

 

কোন প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং ডিজিটাল প্লাটফর্মে করাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমরা অফলাইনে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের যে মার্কেটিং দেখে থাকি সেইম একই কাজ অনলাইনে করা হলো ডিজিটাল-মার্কেটিং।যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করে তাদেরকে ডিজিটাল মার্কেটার বলা হয়। বর্তমানে ডিজিটাল-মার্কেটিং এর চাহিদা ব্যপক আকারে বেড়ে গিয়েছে।

 ডিজিটাল মার্কেটিং কোর্সের সুবিধা সমূহ

 

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে। ডিজিটাল-মার্কেটিং এর সুবিধা হলো বিনিয়োগ করে সফল ভাবে মার্কেটিং করা সম্ভব।

 

 

ডিজিটাল-মার্কেটিং এর সুবিধা

 

কাস্টমার টারর্গেট করে মার্কেটিং করা যায়। যা অন্য কোন মার্কেটিং করার ক্ষেত্রে সম্ভব নয়। সঠিক ভাবে মার্কেটিং করার মাধ্যমে অনেক বেশি বিক্রয় করা সম্ভব। ইচ্ছামত বিজ্ঞাপন পাবলিশ করা যায় এবং বন্ধ করা যায়। এই মার্কেটিং করার জন্য খুববেশি জ্ঞান থাকার প্রয়োজন পরে না। বিজ্ঞাপন বাজেট বৃদ্ধি বা কমানো যায়। বাজেট বৃদ্ধি বা কমানোর জন্য কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় না। মার্কেটিং করার জন্য অল্প টাকা বিনিয়োগ করার কারনে, পণ্য বা সেবার দাম বৃদ্ধি পায় না। ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে বিজ্ঞাপন প্রচার করা যায়।

ডিজিটাল-মার্কেটিং কোর্সের বৈশিষ্ট্য সমূহ:

 

  • ডিজিটাল-মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
  • সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
  • প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
  • নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
  • অনলাইন ও অফলাইনে দুই ধরনের ক্লাসের সুযোগ রয়েছে।
  • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত ও ২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট।
  • ৩/৬ মাস মেয়াদী বেসরকারি সার্টিফিকেট দেওয়া হয়।
  • সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
  • আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
  • ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়।
  • ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
  • কম্পিউটার ও ওয়াইফাই সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

ডিজিটাল মার্কেটিং কোর্স ফি

  • অফলাইন কোর্স
    • ৮০০০ ৩ মাস
      • অফিসে বসে কোর্স করতে পারবেন।
      • কম্পিউটার এবং ওয়াইফাই সুবিধা
      • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত
      • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম

    • রেজিস্ট্রেশন করুন

কোর্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর

ডিজিটাল মার্কেটিং কি ?

ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্পেইন্স পরিচালনা করা। যত ধরনের অনলাইন মার্কেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করি সবগুলো মিলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি প্রোগ্রাম শিখতে পারবো?
  • Digital Marketing Foundation
  • Components of Digital Marketing
  • Facebook Marketing Tools (Organic)
  • Google Marketing Tools (Organic)
  • Facebook Ads
  • Google Ads
  • Monetization Through Google, Facebook & YouTube
  • Content Marketing
  • SEO (Search Engine Optimization)
  • Email Marketing
এই কোর্স করে সার্টিফিকেট কি পাওয়া যাবে?

হ্যাঁ, এই কোর্স করে ৩/৬ মাস মেয়াদী বেসরকারি সার্টিফিকেট দেওয়া হয়।

ডিজিটাল মার্কেটিং শিখে কি চাকুরির আবেদন করতে পারব?

ডিজিটাল মার্কেটিং শিখে চাকুরির আবেদন করা যাবে।

সরাসরি অফিসে এসে কিভাবে কোর্স করব?

আপনি সরাসরি অফিসে এসে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং কি কি কাজে ব্যবহার করা যায় ?

ডিজিটাল মার্কেটিং পণ্য ও সেবা প্রচার, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, অনলাইন বিক্রি বৃদ্ধি, নির্দিষ্ট গ্রাহকদের টার্গেট করা, কাস্টমারের সঙ্গে সম্পর্ক গড়া এবং মার্কেট বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। এটি সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেইল, ওয়েবসাইট ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করে।

অনলাইনের মাধ্যমে কি এই কোর্স করতে পারব?

অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।

কোর্সের পেমেন্ট কিভাবে পরিশোধ করব এবং কোর্স ফি কত?

কোর্সের পেমেন্ট আপনি অফিসে সরাসরি জমা দিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে কি কি লাগে ?

ডিজিটাল মার্কেটিং  কোর্সের জন্য বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকলে ভালো হয় তবে যদি না থাকে তাতেও কোন সমস্যা নেই আপনি আমাদের অফিসে এসে আপনার কোর্স সম্পন্ন করতে পারবেন এবং প্র্যাকটিস করার জন্য ও যথার্থ সময় পাবেন।

ডিজিটাল মার্কেটিং কোর্স করে কি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়?

ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করতে পারবেন।