জেবিডি আইটি-তে ফিল্ড মার্কেটিং অফিসার (আইটি বিভাগ), অফিস সহকারী, অফিস পিয়ন পদে নিয়োগ চলছে।
জেবিডি আইটি, হাই-টেক পার্ক, রাজশাহী- প্রতিষ্ঠানে ফিল্ড মার্কেটিং অফিসার (আইটি বিভাগ), অফিস সহকারী, অফিস পিয়ন পদে রাজশাহী জেলায় নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ই-মেইল এর মাধ্যেমে আবেদন করতে পারবেন।
কাজের সার-সংক্ষেপঃ
JBD IT- হাই-টেক পার্ক, রাজশাহীতে অবস্থিত একটি কমপ্লিট আইটি সলিউশন ফার্ম। আমাদের কিছু দক্ষ কর্মী প্রয়োজন যারা পরিশ্রমী এবং মার্কেটিং কাজ করতে আগ্রহী ও পাশাপাশি রয়েছে টেকনিক্যাল কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা। কর্মীকে অবশ্যই সকল শিক্ষা-প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে। কোম্পানীর অভিজ্ঞ কর্মকর্তাদের দ্বারা পরিপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে চাকুরী প্রার্থীকে উপযোগী কর্মী হিসেবে গড়ে তোলা হবে।
কাজের স্থানঃ রাজশাহী জেলা।
আমাদের প্রোডাক্ট গুলোঃ শিক্ষা/ব্যাবসা কিংবা কর্পোরেট অফিসের জন্য ওয়েবসাইট, আইডি কার্ড, ডিজিটাল রিবন, স্মার্ট কার্ড, মোবাইল এপস, সফটওয়্যার, এটেন্ডেন্স ডিভাইস, সিসি টিভি ক্যামেরা।
উপরোক্ত প্রোডাক্ট গুলোর বিষয়ে ফিল্ড মার্কেটিং অফিসারকে সেলস করতে পারদর্শি হতে হবে।
নিয়োগের ধরণঃ
- ফুল টাইম (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)।
- সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সমূহঃ
- এইচ.এস.সি/যেকোন বিষয়ে সম্মান/স্নাতকোত্তর শিক্ষার্থী/ডিগ্রী শিক্ষার্থী অথবা যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।
- অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
- হার্ডওয়্যার, সফটওয়্যার, অনলাইন এবং আইটি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
- অফিস এবং ইন্টারনেট টেকনোলোজি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে (ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ই-মেইল, ওয়ার্ড, এক্সেল)।
- স্মার্টফোন, কম্পিউটারে দক্ষ রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ফিল্ড মার্কেটিং অফিসার এর ক্ষেত্রে বাইক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনঃ
ক্রমিক নং | পদের নাম | কাজের ধরন | বেতন স্কেল |
০১ | ফিল্ড মার্কেটিং অফিসার
(আইটি বিভাগ) |
ফুল টাইম | · ৭০০০/= থেকে ২০,০০০ /= (টার্গেট পূরণ সাপেক্ষে)
· ৩০০০ টাকা যাতায়াত বিল। · ৫০০ টাকা মোবাইল ও ইন্টারনেট বিল। · উৎসব ভাতা বাৎসরিক (০২ টি) |
০২ | অফিস সহকারী | ফুল টাইম | ৭০০০/= থেকে ১০,০০০/=
উৎসব ভাতা বাৎসরিক (০২ টি) |
০৩ | অফিস পিয়ন | ফুল টাইম |
৪০০০/= থেকে ৭,০০০/= উৎসব ভাতা বাৎসরিক (০২ টি) |
আবেদনের নিয়মঃ প্রার্থীকে (jbdit2022@gmail.com) এ সিভি পাঠাতে হবে। আবেদন করার সময় সাবজেক্ট-এ “পদের নাম” উল্লেখ করতে হবে। আপনার সিভি হতে হবে PDF ফরমেট এবং ০২ পেজের একই সাথে প্রার্থীর রঙিন ছবি সিভিতে যুক্ত থাকতে হবে এবং সিভিতে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।
ভাইভা পরীক্ষার তারিখঃ ম্যাসেজ অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে।
জেবিডি আইটি
হাই-টেক পার্ক, রাজশাহী।
ই-মেইলঃ jbdit2022@gmail.com