Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

Chak mahabbatapura High School

Chak mahabbatapura High School

রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ১১ নং গনিপুর ইউনিয়নে প্রত্যন্ত এলাকায় চকমহব্বতপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। এই এলাকার অধিকাংশ লোক দরিদ্র। যোগাযোগের ব্যবস্থা অনুন্নত। এই এলাকা হইতে উপজেলা সদর প্রায় ১০ কিলোমিটার দুরে। শিক্ষা ব্যবস্থার দুরবস্থা উপলিব্ধ করিয়া স্থানীয় লোকজনের আপ্রাণ প্রচেষ্টায় এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর হইতে এলাকার জনসাধারণ শিক্ষার অলো দেখিতে পায় এবং ১৯৭২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক হিসেবে স্বীকৃতি লাভ করে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর আশপাশের গ্রামের অনেক ছোট ছেলে মেয়ে উচ্চ শিক্ষা লাভ করেন এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এমন কি পি.এস.ডি ডিগ্রি অর্জন করে দেশের বাহিরে কর্মরত আছেন। অদুর ভবিষ্যতে বিদ্যালয়ের মান অনেক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমাদের প্রত্যাশা। অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীগণ কে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। See Full site

Date

09/12/2015

Category

Education, School

Share