নরসিংহপুর উচ্চ বিদ্যালয় বর্তমান দৈনিক সংগ্রাম প্রত্রিকার সম্পাদক আবুল আসাদ সাহেবের প্রচেষ্টায় অত্র এলাকার সর্বস্তরের মানুষের সহযোগীতায় নিভৃত পল্লীর অজ-পাড়াগাঁয়ে ছায়া সুশীতল মনোরম পরিবেশে ১৯৭২ সালে স্থাপিত হয়ে অদ্যবধি পর্যন্ত শিক্ষার আলো বিস্তার করে চলেছে। বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৫ সালে এম.পি.ও ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে মাধ্যমিক পর্যায় স্বীকৃতি লাভ করে এবং ২০০১ সালে এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে সুযোগ্য প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে সহকারী শিক্ষকদের সহযোগীতায় উন্নতির উচ্চ শিখরে আরোহন করেছে। বিদ্যালয়টির জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার ফলাফল শতভাগ। See Full site
09/12/2015
Education, School