মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়টি বাগমারা উপজেলাধীন ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের প্রাণকেন্দ্র মচমইল গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ০১/০১/১৯৬০ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ২০০৭ সালে বি.এস.বি ফাউন্ডেশন কর্তৃক দেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ ৫০ টির তালিকায় পুরস্কার লাভ করেছে। এছাড়া জেএসসি ও এসএসসি ফলাফলের জন্র প্রতিবছর বাগমারা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ এনামুল হক তাঁর সালেহা ইমারত কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করেন। বিদ্যালয়ের বহু পুরাতন শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ করে দেশে এবং বিদেশে উচ্চ পদে আসীন থেকে এর গৌরব ধরে রেখেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম এস.এম. আসাদুল্লাহ্ এবং অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম গাজী রহমান খামারু। বিদ্যালয়টি জেলা সদর হতে উপজেলা যোগাযোগ সড়ক সংলগ্ন একটি ঐতিহ্যবাহী পুরাতন জমিদার বাড়ীর দক্ষিণ পার্শ্বে অবস্থিত। বিদ্যালয়টি প্রায় একশত শিক্ষার্থীদের স্থায়ী আবাসনের জন্য একটি মনোরম ছাত্রাবাস আছে। See Full site
09/12/2015
Education, School