মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে জেবিডি আইটি …
“নিয়োগ বিজ্ঞপ্তি”
জেবিডি আইটি, হাই-টেক পার্ক, রাজশাহী- প্রতিষ্ঠানে ফিল্ড মার্কেটিং অফিসার (আইটি বিভাগ) পদে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া জেলায় নিয়োগ চলছে। প্রার্থীদের সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলঃ jbdit2022@gmail.com
কাজের সার-সংক্ষেপঃ
JBD IT- হাই-টেক পার্ক, রাজশাহীতে অবস্থিত একটি কমপ্লিট আইটি সলিউশন ফার্ম। আমাদের কিছু দক্ষ কর্মী প্রয়োজন যারা পরিশ্রমী এবং মার্কেটিং কাজ করতে আগ্রহী ও পাশাপাশি রয়েছে টেকনিক্যাল কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা। কর্মীকে অবশ্যই সকল শিক্ষা-প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে।
কাজের স্থানঃ রাজশাহী (২ জন), চাঁপাইনবাবগঞ্জ (২ জন), নওগাঁ(২ জন), নাটোর(২ জন), কুষ্টিয়া(২ জন) জেলা।
নিয়োগের ধরণঃ ফুল টাইম (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)।
| ক্রমিক নং | পদের নাম | বেতন ও অন্যান্য সুবিধা | আবেদনের যোগ্যতা |
| ০১ | মার্কেটিং অফিসার (আইটি বিভাগ) | সর্বমোট বেতন: ২২,৫০০/-৭,০০০ টাকা (বেসিক) + ১৫,০০০ টাকা (টার্গেট)সাথে থাকবে আকর্ষণীয় ২০% সেলস কমিশন।বাইক ফিউল, মোবাইল ও ইন্টারনেট বিল।উৎসব ভাতা বাৎসরিক (০২ টি) | (শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে) |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সমূহঃ
✔ সর্বনিম্ন এইচএসসি বা ডিপ্লোমা পাস
✔ অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
✔ সফটওয়্যার, অনলাইন এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে (ব্রাউজার, ই-মেইল, ওয়ার্ড, এক্সেল)।
✔ স্মার্টফোন, কম্পিউটারে দক্ষ ও নিজস্ব বাইক রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
✔ কোম্পানীর সেলস টার্গেট অর্জনে কর্মীকে স্ব-প্রণোদিত হতে হবে।
✔ আবেদনকারীকে মার্কেটিং পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিশেষ দ্রষ্টাব্যঃ উপরোক্ত সকল শর্তে রাজি থাকলে তবেই প্রার্থীকে আবেদন করার জন্য বলা হলো। অন্যাথায় আবেদন না করার জন্য বলা হলো।
✔ আবেদনের নিয়মঃ আবেদন করার সময় সাবজেক্ট-এ “মার্কেটিং অফিসার পদে চাকুরীর জন্য আবেদন” কথাটি উল্লেখ করতে হবে। আপনার সিভি হতে হবে PDF ফরমেট এবং ০২ পেজের একই সাথে প্রার্থীর রঙিন ছবি সিভিতে যুক্ত থাকতে হবে এবং সিভিতে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।
✔ আবেদনের শেষ সময়ঃ ৩০ নভেম্বর, ২০২৫ ইং তারিখ, বিকেল ৫ টা পর্যন্ত।
✔ ভাইভা পরীক্ষার তারিখঃ ম্যাসেজ অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে।
✔ ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশঃ ভাইভা পরীক্ষা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে।
✔ প্রশিক্ষন ও যোগদানের তারিখঃ ভাইভা পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের ফোন কলের মাধ্যমে জানানো হবে।
জেবিডি আইটি
হাই-টেক পার্ক, রাজশাহী।
মোবাইলঃ ০১৭১৬-৯০৫৬১৫
ই-মেইলঃ jbdit2022@gmail.com