30
Nov
ই-কমার্স বা ই-শপ অনলাইন ও অফলাইন ব্যাচে ভর্তি চলছে…
in আইটি কোর্স
Comments
ই-কমার্স বা ই-শপ হচ্ছে অনলাইন ভিত্তিক একটি মার্কেটপ্লেস। এই ব্যবসার মাধ্যমে আপনি কোনো মার্কেটে না গিয়ে ঘরে বসে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। আলাদা আলাদা বা বিভিন্ন ধরনের প্রডাক্ট গুলো এক জায়গা থেকে ক্রয়-বিক্রয় করতে পারবেন। ই-কমার্স (e-commerce) ব্যবসায় কাস্টমারকে উন্নত সার্ভিস প্রদানের সুবিধা দিয়ে থাকে। ই-কমার্স (e-commerce) বাজারে নতুন ধরনের চাকরির সুযোগ সৃষ্টি করছে। যেমন-মাল্টিমিডিয়া ডেভেলপার, ডেটাবেস ডিজাইনার, প্রোগ্রামার ইত্যাদি। ই-কমার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ পরস্পরের ব্যবসা পরিচালনা পদ্ধতি, সার্ভিস এবং মূল্য সম্বন্ধে ওয়েবসাইটের মাধ্যমে সহজেই জানতে পারে। ই-কমার্স (e-commerce) ব্যবসায়ে স্বল্প সময়ে বাজার যাচাইয়ের সুবিধা প্রদান করে থাকে এবং তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা প্রদান করে থাকে। ফলে ব্যবসা-প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের কোর্সে ই-কমার্স ও ই-শপের সকল বিষয় (B2B, B2C, C2B, C2C) সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা ও সহায়তা প্রদান করা হয়।
আমাদের ই-কমার্স এবং ই-শপ কোর্সের বৈশিষ্ট্য সমূহ:
ই-কমার্স এবং ই-শপ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
সিলেবাস ভিত্তিক ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ই-কমার্স এবং ই-শপ গাইড লাইন।
ওয়েব সাইট প্রোফাইল ও পোর্টফলিও তৈরির জন্য ডোমেইন-হোস্টিং সেবা।
৩/৬ মাস মেয়াদী বেসরকারি সার্টিফিকেট দেওয়া হয়।
সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়।
ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
কম্পিউটার, ওয়াইফাই সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
বিস্তারিত জানতে কল করুন: 01716-905615