logo

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


Office use only Email Login Area


[email protected]
+88 01716905615

মার্কেটিং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি।--পচামাড়িয়া ডিগ্রি কলেজ, পুঠিয়া-তে স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।--পচামাড়িয়া ডিগ্রি কলেজ, পুঠিয়া-তে স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।--আধুনিক ভাবে পরিচালনা করুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম।--আধুনিক ভাবে পরিচালনা করুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম।--আধুনিক ভাবে পরিচালনা করুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম।--১০-ই সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে জেবিডি আইটি প্রতিষ্ঠানের ভাইভার ভিক্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ।--আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজছেন?--আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য এস.এম.এস সার্ভিস নেওয়ার কথা ভাবছেন?--আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি স্মার্ট আইডি কার্ড প্রয়োজন?

Call Now! +880 1716 905615

E-Commerce & E-Business service

ই-কমার্স ও ই-বিজনেস

ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য (E-Commerce & E-Business service) একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।

ই-কমার্স হচ্ছে অনলাইন ভিত্তিক একটি মার্কেটপ্লেস। এখানে আপনার ওয়েবসাইট অনলাইন স্টোর থাকবে, কাস্টমাররা অনলাইনে ওয়েবসাইটে পণ্য অর্ডার করবে এবং ওয়েব সাইটের মালিক সে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই মূহুর্তে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ব্যবসা হচ্ছে ই-কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাবেচা।

ই-কমার্স ও ই-বিজনেসের সুবিধা সমূহ

আপনার একটি ওয়েব সাইট থাকা মানে, আপনার একটা ব্র্যান্ড আইডেন্টি তৈরি হলো। যেমন : অনলাইন শপ শুনলেই মাথায় আসে , অ্যামাজান, আলিবাবা, দারাজের মতো অনলাইন শপের কথা। একটি মান সম্মত সহজেই কাস্টমারের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে। ওয়েব সাইটে আপনি আকর্ষণীয় ভাবে পন্যের ধরন অনুযায়ী সাজাতে পারবেন। এতে গ্রাহক খুব সহজে সার্চ করে পছন্দ মতো  পন্য খুঁজতে  পারবে। তাছাড়া সহজে মার্কেটিং এর সুবিধা। ই-কমার্স বা ই-শপের (E-Commerce & E-Business service) মার্কেট অনেক বড়। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পন্য বিক্রি করতে পারবেন।

ই-কমার্স ও ই-বিজনেস এর উদাহরণ

  • অনলাইন নিলাম
  • ইন্টারনেট ব্যাংকিং
  • অনলাইন কেনাকাটা
  •  ইলেকট্রনিক পেমেন্ট
  •   অনলাইন হোটেল বুকিং
  •   ই-টিকিট / অনলাইন টিকিট
  •   অনলাইন ট্রেন এবং ফ্লাইট বুকিং

জেবিডি আইটি

জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।

আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “ই-কমার্স ও ই-বিজনেস” সেবা আপনার সুবিধামত বিভিন্ন ডিজাইনে তৈরি করে থাকি।

ই-কমার্স ও ই-বিজনেস সেবা

আকর্ষনীয় ডিজাইন ও পূর্ণ রেজুলেশনের ছবি আপলোড করার সুবিধা।


নিরাপদ ও হ্যাক হওয়ার সম্ভবনা কম।


সকল ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ।


নোটিফিকেশনের ব্যবস্থা রয়েছে।


স্ক্রীনে খুব তাড়াতাড়ি লোড হয়।


সহজেই ব্যবহার করা যায়।


সার্চ করার সুবিধা আছে।


২৪ ঘন্টা সাপোর্ট।


৳ গ্রাহক চাহিদা অনুযায়ী/ প্রতি বছর

ই-কমার্স ও ই-বিজনেস সেবা সম্পর্কিত প্রশ্ন-উওর

ই-কমার্স ও ই-বিজনেস কি ?

ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।

ই-কমার্স হচ্ছে অনলাইন ভিত্তিক একটি মার্কেটপ্লেস। এখানে আপনার ওয়েবসাইট অনলাইন স্টোর থাকবে, কাস্টমাররা অনলাইনে ওয়েবসাইটে পণ্য অর্ডার করবে এবং ওয়েব সাইটের মালিক সে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই মূহুর্তে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ব্যবসা হচ্ছে ই-কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাবেচা।

ই-কমার্স ও ই-বিজনেস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ?

অনলাইনে কেনাকাটা, ইলেকট্রনিক পেমেন্ট, অনলাইন নিলাম, ইন্টারনেট ব্যাংকিং, ই-টিকিট / অনলাইন টিকিট, অনলাইন হোটেল বুকিং, অনলাইন ট্রেন এবং ফ্লাইট বুকিং এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়।

ই-কমার্স ও ই-বিজনেস কি খুব ব্যয়বহুল?

না, গ্রাহক চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে সেবা প্রদান করা হয় ।

কেন আমাদের থেকে ওয়েব সেবা গ্রহন করবেন ?

সুলভ মূল্যে, দক্ষ ডিজাইনার ও ডেভেলপার দ্বারা কাজ করা হয়, সাথে থাকছে  ২৪ ঘন্টা সাপোর্ট। আমরা ২০১৩ সাল থেকে সফলতার সাথে বিশ্বমানের আইটি সেবা প্রদান করে আসছি।

ই-কমার্স ও ই-বিজনেস কি কাজ করে ?

ই-কমার্স ও  ই-বিজনেস এর অন্তর্ভুক্ত বিষয় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের হলো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, গ্রাহক সেবা লেনদেন, উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ, সহযোগী মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ব্যবসায়িক কাজ সম্পাদন পক্ষসমূহের মধ্যে তথ্য বিনিময়, বিপণন প্রক্রিয়া নিয়ন্ত্রণ প্রভৃতি।

ই-কমার্স ও ই-বিজনেস মেইনটেইন করা কি খুব কঠিন ?

না, সঠিক নিয়ম মেনে কাজ করলে খুব সহজেই ই-কমার্স ও ই-বিজনেস মেইনটেইন করা যায়।

ই-কমার্স ও ই-বিজনেস সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?

সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন ।

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। বর্তমানে আমাদের ২ টি অফিস রয়েছে। হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী। শাখা অফিস : জেবিডি আইটি, ২য় তলা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, নাটোর।