ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য (E-Commerce & E-Business service) একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।
ই-কমার্স হচ্ছে অনলাইন ভিত্তিক একটি মার্কেটপ্লেস। এখানে আপনার ওয়েবসাইট অনলাইন স্টোর থাকবে, কাস্টমাররা অনলাইনে ওয়েবসাইটে পণ্য অর্ডার করবে এবং ওয়েব সাইটের মালিক সে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই মূহুর্তে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ব্যবসা হচ্ছে ই-কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাবেচা।