Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

বাগমারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেনিং (সেশন-২)

বাগমারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেনিং (সেশন-২)

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার অংশ হিসেবে দ্বিতীয়বারের মত বাগমারা উপজেলার উপজেলা শিক্ষা অফিসে জাগরণ বাংলাদেশ আইটি (Jagoron Bangladesh IT – JBD IT) কর্তৃক আয়োজন করা হয় ‘ওয়েবসাইট ট্রেনিং প্রোগ্রাম (সেশন-২) – ২০১৬’। এবারও এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় উপজেলা শিক্ষা অফিসার, বাগমারা উপজেলা, রাজশাহী। তিন দিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এক বা একাধিক জন করে শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধির কাজে তাদের নিজ নিজ ওয়েবসাইট হস্তান্তর করা হয়। প্রথম পর্ব মতো এবারও ট্রেনিং পরিচালনা করেন জাগরণ বাংলাদেশ আইটি (Jagoron Bangladesh IT – JBD IT) সম্মানিত প্রধান নির্বাহী অফিসার (সি.ই.ও.) বিক্রম রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন JBD IT – এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

No Comments

Post a Comment

Comment
Name
Email
Website