পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এবারে পশ্চিম প্রান্তে অবস্থিত । জিরো পয়েন্ট থেকে দূরত্ব মাত্র ৮০০ গজ। এখন থেকে প্রায় শত বর্ষ পূর্বে বিদ্যালয়ের ধার ঘেঁসে ছিল প্রমত্তা পদ্মা নদীর অবস্থান। ১৯৪৭ এর দেশ বিভাগের অনেক আগে ১৯৩০ সালে পাকুড়িয়া গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠানর জন্য একটি সাধারন সভার আয়োজন করা হয়। পাকুড়িয়া ছাড়াও পার্শ্ববতী গ্রাম সমূহের বিশিষ্ট জনেরা এই সভায় উপস্থিত ছিলেন।সভায় সভায় প্রতিপতিত্ব করেনছিলেন তৎকালীন সময়ে নদীয়া জেলা বোর্ডের চেয়ারম্যান জনাব সামসুজ্জোহা। তিনিই প্রস্তাব করেন যে যেহেতু হাইস্কুল প্রতিষ্ঠা করা অনেক শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার দিতে সুতরাং এখানে যদি একটি New sceam মাদ্রাসা করা হয় তবে তিনি সরকারী অনুমোদনের জন্য সর্বাত্মক সহায়তা দিতে পারবেন। তার এই বক্তব্য উপস্থিত সকলকেই হতাশ করে এবং হাইস্কুল প্রতিষ্ঠানর চেষ্টা আপাতত স্থগিত একটি মক্তব প্রতিষ্ঠা করে হলেও শিক্ষা বিস্তারের জন্য উদ্যগ নেওয়া হয়। See Full site
03/03/2016
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp