logo

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


Office use only Email Login Area


[email protected]
+88 01716905615
 

INSAF NAGAR SECONDARY SCHOOL

INSAF NAGAR SECONDARY SCHOOL

সীমান্তবর্তী চরাঞ্চলের ছাত্র/ছাত্রীর লেখাপড়ার কথা চিন্তা করে কিছু বিদ্যোৎসাহী ব্যক্তি ১৯৬৪ সালে ইনসাফনগর মাধ্যমিক প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টি ১৯৭০ সাল নিম্ন মাধ্যমিক এবং ১৯৭৩ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। তারপর থেকে বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ১৯৯৫ সালে সর্বনাশা পদ্মা নদীর করাল গ্রামে বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হরে তৎকালীন শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ ও এলাকার সচেতন মহল বিভিন্ন স্থানে ০৩ বার স্থানান্তরিত করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখেন। পরবর্তীতে উক্ত এলাকার বেশীর ভাগ মানুষ পদ্মার চরে বসতি স্থাপন করলে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মহল ২০১৫ সালে বিদ্যালয়টি পদ্মার চরে স্থানান্তরিত করেন। বর্তমানে বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা লেখাপড়া সমাপ্ত করে দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে সেই কামনা করি। See Full Site

Date

03/03/2016

Category

Education, School

Share