Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

Nasir Uddin Biswas High Secondary Girls School

04 নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

Nasir Uddin Biswas High Secondary Girls School

বিশিষ্ট শিল্পপতি নাসির গ্রুপ অব ইন্ডাঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন বিশ্বাস ১৯৮৮ সালে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন আল্লার দর্গায় তার একক অর্থায়নে নাসির উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।চারদিকে সিমানা প্রাচীর বেষ্টিত ৩১টি কামরার এ ত্রিতল ভবনটি নির্মিত। উল্লেখ্য এ প্রতিষ্ঠানে এ পর্যন্ত সরকারী কোন ভবন বা আসবাব পত্র অনুদান নেওয়া হয় নাই। তিনি এ পর্যন্ত যাবতীয় খরচ চালিয়ে যাচ্ছেন। এ বিদ্যালয়টির এস,এস,সি ও জে,এস,সি পরীক্ষার ফলাফল উল্লেখ করার মত। প্রতি বছর উভয় পরীক্ষার ফলাফল ৯৭% / ১০০% ভাগ। ২০০২ সাল হতে বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণি খোলা হয়েছে। কলেজ শাখা বোর্ড কতৃক স্বীকৃতি লাভ করেছে। কিন্তু এম,পি,ও ভুক্ত হয় নাই। স্কুল শাখাটি রীতিমত এম,পি,ও ভুক্ত। কলেজ শাখার ফলাফল ও সন্তোষজক। এ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে দু’জন ছাত্রী এস,এস,সি পরীক্ষায় যথাক্রমে ৭ম ও ৯ম স্থান অধিকার করারও দুর্লভ গৌরব অর্জন করেছিল। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৮৫০ জন এবং কলেজ শাখায় ৩০০ জন ছাত্রী অধ্যয়ন করছে। See Full Site

Date

02/03/2016

Category

Education, School

Share
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now