দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৭৯ সালে দৌলতপুর উপজেলার প্রান কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত অত্র প্রতিষ্ঠানটি নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বিগত সাল গুলিতে এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সাথে কৃতিত্ব অর্জন করে আসছে। যার ফলশ্রতিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। যা প্রতিষ্ঠান সহ অত্র এলাকার সুনাম বয়ে এনেছে। বিদ্যালয়টি অনন্ত কাল পর্যন্ত টিকে থাকবে এবং খুবই সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর সুযোগ্য কন্যার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই পথ অনুসরণ করে প্রতিষ্ঠানটি নিয়মিত ক্লাস রুটিনের মাধ্যমে ডিজিটাল কন্টেন্টে পাঠদান করছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা, এস.এম.সি ও এলাকাবাসী সর্ব দিক থেকে মাথা উঁচু করে গর্ববোধ করে। বিশ্বমানের দায়িত্ব পালন করার অভিপ্রায়ে প্রতিষ্ঠান প্রধান সর্বদা সচেষ্ট। এছাড়া ১৯৯৬ ইং সাল হতে অত্র প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে দুটি ট্রেডে হাতে কলমে বাস্তব শিক্ষা প্রদান করছে। See Full Site
02/03/2016
Education, School