বাগমাারা থানায় আউচ পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল মির্জাপুর, মুগাইপাড়া, খোদাপুর এলাকার জনগন যখন অশিশিক্ষত, কুসংস্কার, নারী শিক্ষার প্রতি অবহেলিত জর্জরিত, তখন অত্র এলাকার প্রক্তন প্রধান শিক্ষক ( মৃত ) বীর মুক্তি যোদ্ধা শিক্ষানুরাগী বিদ্যুৎ মাহী মনির উদ্দিন আহমেদের বর্তমান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান ১৯৯৪ ইং সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। শিক্ষার আলোয় অত্র এলাকা আলোকিত করার জন্য এলাকার মান্য গন্য রাজনিতিবিদ ব্যাক্তিদের নিয়ে প্রতিষ্ঠান গড়ার তিন্তা ভাবনায় লিপ্ত হয়। একাধিক মিটিং সমাবেশ করেন। পর্যায়ক্রমে ১৯৯৫ সালে সম্মানিত ৮ জন দাতা সদস্যদেরকে নিয়ে ৯৯ শতক জমি বিদ্যালয়ের জন্য রেজিস্ট্রি করেন । একই সালে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন শিক্ষক / কর্মচারী নিয়োগ নিজষ্ব জায়গায় ভবন নির্মান সহ, প্রতিষ্ঠানের প্রধান মিক্ষক মোঃ হাফিজুর রহমানের নতৃত্বে ১৯৯৬ সালে এলাকার মান্য গন্য বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে ১ম ক্লাস উদ্বোধন করেনন । বিদ্যালয়টি মঞ্জুরির জন্য যে সকল সর্তগুলো পুরন করা প্রয়োজন সেই তথ্য গুলো প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান তার মেধাকে কাজে লাগিয়ে বিধি অনুযায়ী অফিসিয়াল ভাবে পর্যায় ক্রমে আগাতে থাকেন । ২০০০ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এ্যাকাডেমিক সিকৃতি লাভ করেন । ২০০২ সালে বিদ্যালয়টি M.P.O ভুক্ত হয় । বিদ্যালয়টির শিক্ষক / কর্মচারী স্বতস্ফুর্তভাবে তারা দায়িত্য পালন করেন । ২০০২ সাোল ৯ম ও ১০ম শ্রেনী জন্য অনুমতির জন্য শিক্ষা বোর্ড রাজশাহীর অনুকুলে ৬০০০ টাকা ব্যাংক ড্রাফ্ট সহ আবেদন করা হয় । বিদ্যালয় পরিদর্শকের নেতৃত্বে একিাধিক বার পরিদর্শন করা হয় । পরিদর্শনের আবেদন সহ শিক্ষা মন্ত্রনালয়ের শুপারিস ক্রমে শিক্ষাবোর্ড রাজশাহী ২০১৩ ইং সালে ৯ম ও ১০ম শ্রেণী ভর্তির অনুমতি প্রদান করেন । ‘অদ্যবদি পর্যন্ত বিদ্যালয়টি সুন্দর ও সুষ্ঠভাবে মাধ্যমিভাবে পরিচালিত হয়ে আসছে। See Full Site
10/12/2015
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp