রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ (উপজেলা সদর) হইতে ১২ কি.মি উত্তর পশ্চিমে বিদ্যালয় টি অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে পারা রাস্তা আছে। যার দ্বারা উপজেলা সদর রাজশাহী জেলা সদর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সহজে যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়। বিদ্যালয়টির সংলগ্ন একটি খেলার মাঠ আছে। বিদ্যালয় সংলগ্ন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। গ্রামের কতিপয় মন্দিয়াল (জ্যোতিগঞ্জ উচ্চ বিদ্যালয়টি একটি মাধ্যমিক শিক্ষক প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ০১-০১-১৯৯৬ ইং সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ০১-০১-২০০২ ইং সালে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায়। পরবতীর্তে ০১-০১-২০১০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের পাইয়া অদ্বধি চলিয়া আসিতেছে এবং ২৮-০৫-২০১৩ ইং তারিখে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে স্বাকৃতি পায়। ২০০৪ সালে প্রতিষ্ঠান এম পিও হয়। অত্র বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান, বাণিজিক, কম্পিউটার ও কৃষি বিভাগ চালু আছে। সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠাদন হিসাবে অত্র এলাকায় সুপরিচিতি। See Full Site
11/12/2015
Education, School