বৃটিশ আমলে ১৯০৫ সালে তাহেরপুর রাজার পরিবার কর্তৃক এম.ই স্কুল প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১২/০১/১৯৪৮ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় মুঞ্জরী পায়। স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনী কর্তৃক ক্যাম্প স্থাপন করে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হয়। ১৯৭৩ সাল থেকে বাগমারা, দূর্গাপুর, পুঠিয়া উপজেলার বেশীর ভাগ প্রতিষ্ঠান এস.এস.সি. পরীক্ষার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠানটি ব্যবহার করে আসছিল। যা ২০০৮ সাল পর্যন্ত কার্যকর ছিল। ২০০৮ সালের পর থেকে হঠাৎ করে কেন্দ্রটি ভবানীগঞ্জে স্থানান্তরিত হয়। অত্র বিদ্যালয়টিতে ১৭ জন শিক্ষক, সহকারী লাইব্রেরীয়ান ১ জন, ৩য় শ্রেণির ১ জন ও ৪র্থ শ্রেণির ২ জন স্টাফ দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞান, সমাজবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিষয় চালু আছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৪৮ জন। বাগমারা উপজেলার বারনই নদীর ধারে রাজা, কংস নারায়নের ঐতিহ্যবাহী রাজবাড়ীর পূর্ব পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। See Full site
09/12/2015
Education, School