কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন দৌলতপুর উপজেলা সদরের প্রান কেন্দ্রে দৌলতপুর উপজেলা পরিষদ হতে .05 কি.মি দুরে দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান এলাকাবাসী ১৯৬৩ সালে দৌলতপুর থানা সদরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ১৯৬৩ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭১ সালে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পাওয়া যায়। ১৯৭১সালে বিজ্ঞান শাখা এবং ১৯৮৩ সালে বাণিজ্যিক শাখা খোলা অনুমতি পাওয়া যায়। ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়াই পরীবর্তীতে ৬ষ্ঠ শ্রেণী হইতে-১০ম শ্রেণী পর্যন্ত অতিরিক্ত খ শাখা খোলার অনুমতি পাওয়া যায়। যাহার স্মারক নং বি-অ ৬/৫৩২৫/২৬৯২/৪ তারিখ ০৩/১০/২০০২ইং। ইহার পর ছাত্র/ছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি হইলে ৬ষ্ঠ, ৭ম এবং ৯ম শ্রেণীতে গ শাখা খোলার অনুমতি পাওয়া যায়। যাহার স্মারক নং বি-অ ৬/৫৩২৫/৩৭০২ তারিখ ১৮/১২/২০১১ইং। অত্র বিদ্যালয় লেখা পড়ার মান খূবই ভাল এবং পাবলিক পরীক্ষার ফলাফল থানার শীর্ষে। See Full Site
02/03/2016
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp