আপনি একটি ডোমেইন (Hosting / Server) কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সব সময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানী গুলো। হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সেবা দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হোস্টিং সেবা দিয়ে থাকে। (Hosting / Server) বাংলাদেশে আপনাকে হোস্টিং নিতে হলে বিভিন্ন কোম্পানীকে বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে। তাদের পিসি থেকে নির্দিষ্ট পরিমান জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আর আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেইটি হলো হোস্টিং। আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা ৩৬৫ দিন চালু থাকে ? আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থাকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না। আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্ট করবেন সেটা সব সময় চালু থাকতে হবে। আপনার সাইট হোস্ট করা পিসি চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পাবেন।
সার্ভার হল একটি কম্পিউটার প্রোগ্রাম, হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। এটি ইন্টারনেটে Local Area Network (LAN) বা Wide Area Network (WAN) এর মাধ্যমে তথ্য সরবরাহ করে। সার্ভার এর প্রধান কাজ হলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী Data বা তথ্য প্রদান করা অর্থাৎ ব্যবহারকারীরা যে তথ্য জানতে চাই সেই গুলো সঠিকভাবে প্রদান করা । যেমন আমরা কোন ব্রাউজারে গিয়ে কোন কিছু লিখে যখন সার্চ করি তারপর আমরা যে রেজাল্টটা দেখতে পাই সেটা কিন্তু সার্ভার আমাদেরকে প্রদান করে।
জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভার (Hosting / Server) সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।
আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। গ্রাহক সুবিধার উপর ভিত্তি করে আমরা “হোস্টিং” ও “সার্ভার” সার্ভিসকে কয়েকটি আকর্ষনিয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।
হোস্টিং কি ?
আপনার ওয়েবসাইট কে এমন একটা পিসি তে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানীগুলো। হোস্টিং কোম্পানীগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সেবা দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মূল্যে হোস্টিং সেবা দিয়ে থাকে।
হোস্টিং/সার্ভার কি খুব ব্যয়বহুল ?
না, গ্রাহক চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে সেবা প্রদান করা হয়।
কেন আমাদের থেকে সেবা গ্রহন করবেন ?
শেয়ার হোস্টিং, শেয়ার ক্লাউড হোস্টিং, SSD হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, এস এস এল সার্টিফিকেট সকল সেবা সুলভ মূল্যে পাওয়া যায়। সাথে থাকছে ২৪ ঘন্টা সাপোর্ট। আমরা ২০১৩ সাল থেকে সফলতার সাথে বিশ্বমানের আইটি সেবা প্রদান করে আসছি।
সার্ভার কি ?
Server হল একটি কম্পিউটার প্রোগ্রাম Hardware বা software ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। এটি ইন্টারনেটে Local Area Network (LAN) বা Wide Area Network (WAN) এর মাধ্যমে তথ্য সরবরাহ করে।
জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?
বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। বর্তমানে আমাদের ২ টি অফিস রয়েছে। হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী। শাখা অফিস : জেবিডি আইটি, ২য় তলা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, নাটোর।
হোস্টিং ও সার্ভার সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?
সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন।