আপনি যদি অনলাইনে ব্যবসা পরিচালনার জন্য ই-কমার্স ডেভেলপমেন্ট শিখে উদোক্তা হতে চান, তবে আমাদের ই-কমার্স ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম।
ই-কমার্স ডেভেলপমেন্ট
বর্তমান সময়ে সারা বিশ্বে ই-কমার্স ওয়েবসাইটের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজন দক্ষ ই-কমার্স (e-commerce) ডেভেলপার। তাই প্রফেশনাল ই-কমার্স ডেভেলপার তৈরির লক্ষে দক্ষ ট্রেইনার দ্বারা সাজানো হয়েছে আমাদের ই-কমার্স (e-commerce) ডেভেলপমেন্ট কোর্সটি।
ই-কমার্স ও ই-শপের সুবিধা সমূহ
এই ব্যবসার মাধ্যমে আপনি কোনো মার্কেটে না গিয়ে ঘরে বসে পণ্য কিনতে পারবেন। আলদা আলদা বা বিভিন্ন ধরনের প্রডাক্ট গুলো এক জায়গা থেকে দেখে কিনতে পারবেন। মার্কেটপ্লেস থেকে আরো মূল্য ছাড়ে অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। ই-কমার্স (e-commerce) ব্যবসায় কাস্টমারকে উন্নত সার্ভিস প্রদানের সুবিধা দিয়ে থাকে। ই-কমার্স (e-commerce) বাজারে নতুন ধরনের চাকরির সুযোগ সৃষ্টি করছে। যেমন-মাল্টিমিডিয়া ডেভেলপার, ডেটাবেস ডিজাইনার, প্রোগ্রামার ইত্যাদি। ই-কমার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ পরস্পরের ব্যবসা পরিচালনা পদ্ধতি, সার্ভিস এবং মূল্য সম্বন্ধে ওয়েবসাইটের মাধ্যমে সহজেই জানতে পারে।
ই-কমার্স (e-commerce) ব্যবসায়ে স্বল্প সময়ে বাজার যাচাইয়ের সুবিধা প্রদান করে থাকে এবং তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা প্রদান করে থাকে। ফলে ব্যবসা-প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়ে থাকে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ