শ্রীপুর রামনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি গত ২০০২ইং সালে বিশিষ্ট শিক্ষাবিদ সুনামধন্য ব্যক্তি এবং ৭নং বাসুপাড়া ইউ.পির সফল চেয়ারম্যান মরহুম জনাব বেশারতুল্লাহ সরদার প্রতিষ্ঠা করেন। অত্র কলেজটি ট্রেড সংখ্যা ০৪টি যথা কম্পিউটার অপারেশন, সেক্রেটারিয়াল সায়েন্স, হিসাব রক্ষণ এবং ব্যাংকিং। যার স্মারক নং-বাকাশিবো/ক/২০০২/১৪৭১, তারিখ ১৬/১০/২০০২ খ্রিঃ এবং বাকাশিবো/ক/(বিএম)/২০০৭/৪৪৩৬, তারিখ:- ২৩/০৭/২০০৭ খ্রিঃ
অত্র কলেজটি গত ২০০২ ইং সনে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক এমপিও/জিও লাভ করে যার স্মারক নং- শা-৪ জি-৭/২০০০/১৫৫ শিক্ষা, তারিখ: ১৯/০৫/২০০২ খ্রিঃ। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক মোট ১১ জন, ০৯ জন এমপিও ভৃক্ত অবশিষ্ট ০২ জন এমপিও ভুক্তির প্রক্রিয়াধীন, ডেমোনেষ্ট্রেটর কাম মেকানিক-০২জন, অফিস সহকারী ০২ জন, ল্যাব এ্যাসিস্টেন্ট-০২ জন সকলেই এমপিও ভুক্ত। ৪র্থ শ্রেণীর কর্মচারী ০২ জন তন্মধ্যে ০১ জন এমপিও ভুক্ত আরেকজন এমপিও ভু্ক্তির প্রক্রিয়াধীন। See Full Site
02/03/2016
College, Education
Click one of our contacts below to chat on WhatsApp