মীরপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৭৩ ইং সালে প্রতিষ্ঠিত । এলাকায় সুপরিচিত জোলাপাড়া হাটের পশ্চিম পাশে বিদ্যালয়টির অবস্থিত এক কালে এখানে তাতিরা বাস করত এবং কাপড় ও পাঠের জমজমাট ব্যবসা কেন্দ্র ছিল এই একটি হাটটি। পাশ দিয়ে রয়েছে বয়ে যাওয়া ফকিরনী নদীই ছিল মালামাল পরিবহনের মাধ্যম। বর্তমানে নদীটি অতীতের ঐতিহ্য হারাতে বসেছে। এই হাটের পারে জঙ্গল কেটে স্বেচ্ছাশ্রমে নিন্মস্থানের ভরাট করে কিছু বিদ্যানুরাগী ও নিবেদিত প্রান ব্যক্তি বর্গের উদ্যোগে নির্মিত খড়ের চালা, বাশেঁর বেড়া দিয়ে এই প্রতিষ্ঠানের মাত্রা শুরু হয়েছিল। তারপর হাটি –হাটি পা-পা করে স্থানীয় জনসাধারনের সহায়তায় এবং সরকারের সার্বিক সহযোগিতায় বর্তমানে বিদ্যালয়টির প্রভূত উন্নয়ন সাধন হয়েছে। See Full Site
02/03/2016
Education, School