Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

জেবিডি আইটি দিচ্ছে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের দারুণ সুযোগ

জেবিডি আইটি দিচ্ছে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের দারুণ সুযোগ

জেবিডি আইটি দিচ্ছে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের দারুণ সুযোগ

জেবিডি আইটি, হাই-টেক পার্ক, রাজশাহী- প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দিচ্ছে ৬ (ছয়) মাসের ইন্টার্ণশিপ করার বিশাল সুযোগ। আগ্রহীরা সরাসরি ই-মেইল এর মাধ্যেমে আবেদন করতে পারবেন

কাজের প্রতি দায়িত্ববোধঃ

* কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে ।

* আলাপ-আলোচনায় দক্ষ ইতিবাচক মনোভাব থাকতে হবে।

* প্রতিদিন কমপক্ষে ০৮ ঘন্টা কাজ করার সামর্থ থাকতে হবে।

* ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।

* যেকোনো সমস্যা যাচাই করে তা দক্ষতার সাথে সমাধানের যোগ্যতা থাকতে হবে।

* কোম্পানির নীতিমালা মেনে কাজ করতে হবে। কোম্পানির আইন বিরোধী কোনো কাজ করা যাবে না।

* সপ্তাহে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং প্রতিমাসে সর্বোচ্চ একটি সাধারন ছুটি জরুরী প্রয়োজনে নিতে পারবে।

কোর্সের নামশিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতা
গ্রাফিক্স ডিজাইনারসর্বনিম্ন এইচ.এস.সি পাশ,
সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। এছাড়াও ফটোশপ, ইলাস্ট্রেটর এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিজের পোর্টফলিও থাকা আবশ্যক।
ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনসর্বনিম্ন এইচ.এস.সি পাশ,
সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। নিজের পোর্টফলিও থাকা আবশ্যক।
ওয়ার্ডপ্রেস ডেভেলপারসর্বনিম্ন এইচ.এস.সি পাশ,
সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। থিম, প্লাগইন ও লাইভ সার্ভার নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। নিজের পোর্টফলিও থাকা আবশ্যক।
লারাভেল ডেভেলপারসর্বনিম্ন এইচ.এস.সি পাশ,
সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। বেসিক ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান (HTML, CSS, JavaScript), PHP (Core PHP), Laravel Framework এর বেসিক, Database, Version Control System (Git), API এবং Authentication (বেসিক) ইত্যাদি সম্পর্কে কাজ করার ধারণা থাকতে হবে। নিজের পোর্টফলিও থাকা আবশ্যক।
ফ্রন্ট-এন্ড ডেভেলপারসর্বনিম্ন এইচ.এস.সি পাশ,
সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, কুইক লার্নার, ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল। Basic Html, css, Js, Basic Data Structure and Algorithm, Solid Understanding of OOP, Sql, Mysql. Python and Basic Django Understanding. Live project will add advantage.

আবেদনের নিয়মঃ 

* প্রার্থীকে (jbdit2022@gmail.com) এ সিভি পাঠাতে হবে।

* আবেদন করার সময় সাবজেক্ট-এ “কোর্সের নাম” উল্লেখ করতে হবে।

* আপনার সিভি হতে হবে PDF ফরমেট এবং ০২ পেজের একই সাথে প্রার্থীর রঙিন ছবি সিভিতে যুক্ত থাকতে হবে এবং সিভিতে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।

* অফিসে এসে সিভি প্রদান করা যাবে না। করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।

ভাইভা পরীক্ষার তারিখঃ ম্যাসেজ অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে।

ভাইভা পরীক্ষার স্থানঃ জেবিডি আইটি (৩য় তলা), টেনিং বিল্ডিং, হাই-টেক পার্ক, রাজশাহী।

আবেদনের শেষ তারিখ ০৭-ই সেপ্টেম্বর, ২০২৫ ইং।