Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজে “জাগরণ বাংলাদেশ আইটি”র ডিজিটাল সেবা ।

ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজে “জাগরণ বাংলাদেশ আইটি”র ডিজিটাল সেবা ।

ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের অংশীদার হিসেবে পাবনা জেলার স্বনামধন্য ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ” আজ “জাগরণ বাংলাদেশ আইটি”( JBD IT) এর হাতে হাত রেখে নিজস্ব ওয়েবসাইট,ওয়েব বেজড রেজাল্ট ও ডিজিটাল এ্যাটেন্ডেন্স ম্যানেজম্যান্ট সিস্টেম চালু করেন ।উক্ত আয়োজনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহেদ পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি),পাবনা,বিশেষ অতিথী জনাব এসএম মোসলেম উদ্দীন,জেলা শিক্ষা অফিসার,পাবনা,সভাপতিত্ব করেন জনাব আহাম্মদ হোসেন ভুঁইয়া,উপজেলা নির্বাহী অফিসার,ঈশ্বরদী,পাবনা ।অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য রাখেন জনাব মোঃ সেলিম আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,ঈশ্বরদী,পাবনা   । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার,ঈশ্বরদী উপজেলা,পাবনা । অনুষ্ঠানে স্বগত বক্তব্য প্রদান করেন জনাব ডঃ মোঃ আসলাম হোসেন,অধ্যক্ষ, ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ”।এ সময় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গন ,উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে “জাগরণ বাংলাদেশ আইটি’র প্রতিনিধি হিসেবে কারিগরি সহযোগীতায় উপস্থিত ছিলেন নয়ন কুমার মন্ডল,ওয়েব ডিজাইনার,জেবিডি আইটি(সহকারী শিক্ষক,আসনা-গোপালপুর রাহিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা ,০১৭১৪ ৫৬৯৩২২) ও ডাটা এন্ট্রি অপারেটর গোবিন্দ সরকার ।

ওয়েব সাইট দেখতে এখানে ক্লিক করুন। ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ

 

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now