আপনি জেনে অবাক হবেন CAPTCHA এর জন্ম কেন হয়েছিল।
আমরা সবাই জানি অনেক ওয়েবসাইটে ঢোকার সময় ক্যাপচা (CAPTCHA) পূরণ করতে হয় যাতে প্রমাণ করা যায় আমরা মানুষ , কোনো বট নই। কিন্তু আপনি জানেন কি ? এই ‘ আমি রোবট নই ’ বাটনের পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস।CAPTCHA এর নামকরণ ও জনপ্রিয়তা আসে ২০০০ সালে। এটি তৈরির মূল কারণ ছিল ইন্টারনেটকে স্প্যাম বট থেকে বাঁচানো। গুগল যখন RECAPTCHA প্রযুক্তিটি কিনে নেয়, তখন এর উদ্দেশ্য আরও বড় হয়ে যায়। আপনি যখন অস্পষ্ট অক্ষর বা ছবি সনাক্ত করেন, তখন আপনি একই সাথে গুগলকে একটি বিশাল ঐতিহাসিক কাজে সাহায্য করেন। সেই অস্পষ্ট শব্দ বা ছবিগুলো আসলে পুরনো বই এবং সংবাদপত্র স্ক্যান করার সময় কম্পিউটার পড়তে পারেনি। অর্থাৎ , আপনি যখন ভাবছেন আপনি রোবট নন প্রমাণ করছেন , তখন আপনি অজান্তেই বই ডিজিটালাইজেশন এর কাজ করে দিচ্ছেন। এই তথ্যটি কি আপনার জানা ছিল ? ক্যাপচা পূরণ করতে আপনার সবচেয়ে বেশি বিরক্ত লাগে কখন তা অবশ্যই কমেন্টে জানাবেন।