ওয়েব ডিজাইন (Web Design & Development) মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লে-আউট কেমন হবে, হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজ গুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্য গুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট।
একজন ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণ করা। এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা।
জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।
আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট” কয়েকটি আকর্ষণীয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।
আপনার একটি ওয়েবসাইট থাকা মানে, আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হলো। (Web Design & Development) বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরার জন্য অন্যতম মাধ্যম হলো ওয়েবসাইট। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থাকলে তাকে বা প্রতিষ্ঠানকে বিশ্বের যে কোন মানুষ খুব সহজে চিনতে বা জানতে পারবে। খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসার প্রসার করতে পারে। যে কেউ যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময় দেখতে পারে। ওয়েবসাইটে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা সহ আরও অনেক কাজ করা যায়।
JBD IT-তে পোর্টফোলিও, ই-কমার্স বা সার্ভিস ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে চাইলে ক্লায়েন্টের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপাদান সরবরাহ করা প্রয়োজন। শুরুতেই প্রয়োজন ব্যবসার নাম ও একটি সংক্ষিপ্ত বিবরণ, যা ওয়েবসাইটের উদ্দেশ্য ও কাঠামো নির্ধারণে সহায়ক। পাশাপাশি, হাই রেজোলুশনের লোগো ও ব্র্যান্ড কালার কোড সরবরাহ করতে হবে, যা ওয়েবসাইটের ভিজ্যুয়াল আইডেন্টিটির সাথে মিল রেখে ডিজাইন প্রস্তুত করতে সাহায্য করে। যেসব পণ্য বা সেবা আপনি প্রদান করেন, সেগুলোর বিস্তারিত তথ্য যেমন নাম, বর্ণনা, ছবি, মূল্য, ভ্যারিয়েশন ও প্রয়োজনে স্টক সম্পর্কিত তথ্য জানানো প্রয়োজন, বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে।
এছাড়াও ওয়েবসাইটে ব্যবহারের জন্য প্রয়োজন ব্যবসা বা সেবার সাথে সম্পর্কিত হাই কোয়ালিটির ছবি ও ভিডিও কনটেন্ট, যাতে দর্শকদের জন্য ওয়েবসাইটটি আরও আকর্ষণীয় হয়। যোগাযোগের তথ্য যেমন ফোন নম্বর, ইমেইল, ঠিকানা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দিতে হবে যেন ভিজিটররা সহজেই যোগাযোগ করতে পারেন। যদি পূর্বে থেকে ডোমেইন বা হোস্টিং নেওয়া থাকে, তাহলে তার লগইন বা এক্সেস তথ্য জানাতে হবে। কোনো নির্দিষ্ট ডিজাইনের রেফারেন্স থাকলে তা জানানো সুবিধাজনক, যাতে আপনার পছন্দ অনুযায়ী আউটপুট নিশ্চিত করা যায়। সবশেষে, ওয়েবসাইটের মূল উদ্দেশ্য (যেমন বিক্রয় বৃদ্ধি, ব্র্যান্ড প্রচার, তথ্য উপস্থাপন ইত্যাদি) স্পষ্টভাবে জানালে আমরা দ্রুত ও কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারি।
JBD IT ২০১৩ সাল থেকে বিশ্বস্তভাবে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সেবা দিয়ে আসছে। আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ কাস্টম সলিউশন তৈরি করি। প্রতিটি প্রজেক্টে আমরা ব্যবহার করি আধুনিক টেকনোলজি ও রেসপনসিভ ডিজাইন যা মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইসে সুন্দরভাবে প্রদর্শিত হয়। আমাদের রয়েছে অভিজ্ঞ টিম, দ্রুত সাপোর্ট এবং প্রজেক্ট ডেলিভারিতে সময়নিষ্ঠতা।
হ্যাঁ, আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চিন্তার কিছু নেই। আমরা আপনাকে প্রয়োজনীয় ট্রেনিং, গাইডলাইন এবং ভিডিও টিউটোরিয়াল দিবো যাতে আপনি নিজেই সহজে ওয়েবসাইট পরিচালনা করতে পারেন।
না, JBD IT ক্লায়েন্টের বাজেট অনুযায়ী ওয়েবসাইটের প্যাকেজ অফার করে। ছোট বিজনেস, স্টার্টআপ বা কর্পোরেট যেকোনো ধরনের প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী মূল্যে ওয়েব সেবা পেতে পারে। আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মান বজায় রেখে যুক্তিসংগত দামে সেবা দেওয়া।
অবশ্যই। আমরা প্রতিটি ক্লায়েন্টকে সাইট ব্যবহারের জন্য ভিডিও টিউটোরিয়াল প্রদান করি। পাশাপাশি আমাদের সাপোর্ট টিম ২৪/৭ প্রস্তুত থাকে যেকোনো সমস্যা সমাধানে সহায়তা করতে। এটি আমাদের গ্রাহক সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ দিক।
হ্যাঁ, আমরা ডোমেইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিলায়েবল হোস্টিং সেবা পর্যন্ত সবকিছু একসাথে প্রদান করি। চাইলে আপনি আমাদের কাছ থেকেই পুরো প্যাকেজ নিতে পারেন—যাতে আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন না হয়। এতে আপনি একটি ফুল-ফ্লেজড ওয়েব সলিউশন পাবেন এক জায়গা থেকেই।
আমরা বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও সাইট, ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নিউজ পোর্টাল, এবং কাস্টম প্রোজেক্ট ভিত্তিক ওয়েবসাইট তৈরি করি। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন ও ফিচার কাস্টমাইজ করাই আমাদের বিশেষত্ব।