স্মার্ট ডিজিটাল আইডি কার্ড (Smart Digital ID Card) এমন একটি কার্ড যার মধ্যে ইলেকট্রনিক মাইক্রো চিপ লাগানো থাকে, এই চিপে কার্ডধারীর তথ্য, আঙ্গুলের ছাপ, ছবি সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকে।
জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট , ডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।
আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “স্মার্ট আইডি কার্ড” কয়েকটি আকর্ষনিয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।
Domain + Hosting
Website Development
WEBSITE Design
Data Entry
Support & Services
One Time: 10000/-BDT
Smart ID Card
One time: 10000/-BDT/Year
স্মার্ট ডিজিটাল আইডি কার্ড কি ?
স্মার্ট ডিজিটাল আইডি কার্ড এমন একটি কার্ড যার মধ্যে ইলেকট্রনিক মাইক্রো চিপ লাগানো থাকে, এই চিপে কার্ডধারীর তথ্য, আঙ্গুলের ছাপ, ছবি সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকে।
স্মার্ট ডিজিটাল আইডি কার্ড কি খুব ব্যয় বহুল ?
না, গ্রাহক চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে সেবা প্রদান করা হয় ।
জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?
বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। বর্তমানে আমাদের ২ টি অফিস রয়েছে। হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী। শাখা অফিস : জেবিডি আইটি, ২য় তলা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, নাটোর।
স্মার্ট ডিজিটাল আইডি কার্ডের সুবিধা কি ?
বিভিন্ন অবৈধ কাজে অনেকেই নকল পরিচয় পত্র তৈরি করে তা ব্যবহার করে থাকে। কেননা যেকোনো কম্পোজের দোকানে সামান্য অর্থের বিনিময়ে নকল আইডি কার্ড তৈরি করা যায়। আগে আইডি কার্ডের নিরপত্তামূলক তেমন কোনো ফিচার ছিলো না। তাই স্মার্টকার্ডের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।
স্মার্ট ডিজিটাল আইডি সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?
সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ।
Click one of our contacts below to chat on WhatsApp