logo

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


Office use only Email Login Area


[email protected]
+88 01716905615
 

Tvi pabna

Tvi pabna

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা ১৯১১ সালে বৃটিশ সরকার প্রতিষ্ঠিত ৩৩টি উইভিং স্কুলের মধ্যে অন্যতম। এ প্রতিষ্ঠনটি ভ্রাম্যমান বয়ন বিদ্যালয় হিসাবে বিভিন্ন সময় পাবনা জেলার বিভিন্ন এলাকায় সরকার কর্তৃক ভাড়া করা ভবন নিয়ে তাঁত শিল্পের বিকাশে বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের করে দিয়েছে। বর্তমানে এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলায় ২.৫০ একর নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত। সাধারণ বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আত্ন কর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ) পাঠদানের জন্য সরকারি উচ্চ বিদ্যালয়ের পদমর্যাদার সহকারি শিক্ষক রয়েছেন। টেকনিক্যাল বিষয়ে পাঠদানের জন্য এসিস্ট্যান্ট ইনস্ট্রাকটর, জুনিয়র ইনস্ট্রাকটর (দ্বিতীয় শ্রেণির গেজেটেড অফিসার), ইনস্ট্রাকটর (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার) রয়েছেন। প্রতিষ্ঠান প্রধান হিসাবে সুপারিনটেনডেন্ট সরকারের ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল অনুযায়ী বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। ছাত্র-ছাত্রীদের দৈনিক হাজিরা ডিজিটাল পদ্ধতিতে গ্রহণের জন্য প্রত্যেককে স্মার্ট আইডি কার্ডের (মেশিন রিডেবল) আওতায় আনা হয়েছে। এর পুরো ক্যাম্পাসটি ক্লোজ সার্কিট ক্যমেরা দ্বারা মনিটর করা হয়। SEE FULL SITE

 

Date

03/09/2018

Category

Education, School

Share