শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের ইতিহাস অতি প্রাচীন নয় । বিশিস্ট শিক্ষানুরাগী , সমাজ সেবক মরহুম বেশারতল্রাহ সরদার এর এলাকায় বিদ্যানুরাগী মানুষেরা ১৯৯৫ খ্রিঃ রাজশাহী জেলার অন্তগত বাঘমারা উপজেলাধীন ০৭ নং বাসুপাড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের শ্রীপুর রামনগর গ্রামে অত্র কলেজটি প্রতিষ্ঠান করেন । ভবানীগঞ্জ (উপজেলা সদর) হতে ০৭ কি:মি: পশ্চিমে অত্র কলেজটি অবস্থত । ইহার দক্ষিন প্রান্তর ঘেঁসে পাকা রাস্তা । যার দ্বারা উপজেলা সদর থেকে হাট গাঙ্গোপাড়া হয়ে রাজশাহী জেলা সদর ও নওগাঁ জেলার সদর এর রোড সহ অন্যান গুরুত্বপুন স্থানে যোগাযোগ সম্ভব হয় অতন্ত নিরিবিলি পরিবেশে অবস্থানের জন্য পরিদর্শনকারীদের দৃষ্টির আকর্ষণ করে । সব কিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার সংমিশ্রনে ইহা একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অতত্র এলাকায় সুপরিচিত। কলেজটির প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বিস্তারে মূলবান ভূমিকা রেখেন চলেছে । ১৬-০৪-১৯৯৬ইং তারিখে কলেজটির উচ্চ মাধমিক স্তরে স্বীকৃতি পায় এবং ০১-০২-১৯৯৮ ইং তারিখে এম পি ও ভূক্ত হয় ।বর্তমান উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক,বিজ্ঞান,ও ব্যবসায়িক শিক্ষা বিভাগ চালু রয়েছে । গত ০৫৮-০৯-২০০০ ইং তারিখ স্নাতক পর্যায়ে স্বীকৃতি পায় এবং ০১-০৫-২০০২ ইং তারিখে স্নাতক এম পি ভূক্ত হয় । বর্তমান স্নাতক স্তরে বি, এ এবং বি, এস,এস কোর্স চালু আছে । See Full Site
03/03/2016
College, Education