কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন দৌলতপুর উপজেলা সদরের প্রান কেন্দ্রে দৌলতপুর উপজেলা পরিষদ হতে .05 কি.মি দুরে দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান এলাকাবাসী ১৯৬৩ সালে দৌলতপুর থানা সদরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ১৯৬৩ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭১ সালে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পাওয়া যায়। ১৯৭১সালে বিজ্ঞান শাখা এবং ১৯৮৩ সালে বাণিজ্যিক শাখা খোলা অনুমতি পাওয়া যায়। ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়াই পরীবর্তীতে ৬ষ্ঠ শ্রেণী হইতে-১০ম শ্রেণী পর্যন্ত অতিরিক্ত খ শাখা খোলার অনুমতি পাওয়া যায়। যাহার স্মারক নং বি-অ ৬/৫৩২৫/২৬৯২/৪ তারিখ ০৩/১০/২০০২ইং। ইহার পর ছাত্র/ছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি হইলে ৬ষ্ঠ, ৭ম এবং ৯ম শ্রেণীতে গ শাখা খোলার অনুমতি পাওয়া যায়। যাহার স্মারক নং বি-অ ৬/৫৩২৫/৩৭০২ তারিখ ১৮/১২/২০১১ইং। অত্র বিদ্যালয় লেখা পড়ার মান খূবই ভাল এবং পাবলিক পরীক্ষার ফলাফল থানার শীর্ষে।
সমাজ গঠনের সংগ্রামে দেশের মাধ্যমিক শিক্ষক সমাজ জ্ঞানের আলো কবর্তিকা হাতে অগ্রবর্ত্তী ভূমিকা পালন করছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কাঠামোতে মাধ্যমিক স্তর অগ্রণী ভূমিকা পালন করছে । উচ্চ শিক্ষার প্রস্তুতির জন্য এবং দেশের আর্থ-সামাজিক কর্মকান্ড পরিচালনার মূল শক্তি এর মাধ্যমিক শিক্ষা এবং এই দলের সৈনিক মাধ্যমিক শিক্ষকগণ। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ, সুধীজন, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের পরামর্শ ও অভিজ্ঞশিক্ষকমন্ডলীর নিরলস শ্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে এবং তা বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষকগণ অগ্রগামী ভূমিকা পালন করে আসছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন দেশের সামগ্রিক কার্যাবলী অত্যন্ত সহজ ও দ্রুততার সাথে আদান প্রদানের ফলে কাজের মধ্যে গতিশীলতা জনগণের হাতের লাগালে শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমার প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরী করেছে জেনে আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে বলে আশাব্যক্ত করছি। SEE FULL SITE
12/08/2016
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp