বিদ্যা বা জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ । কারণ জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ । তাই বলা যায় স্যার আইজ্যাক আইনস্টাইন থেকে শুরু করে নিউটন, সক্রেটিস প্লেটো প্রমুখ ব্যক্তিগন যে কারণে জগতে বিখাত হয়ে চিরস্বরনীয় হয়ে আছেন তার মূল কারন হলো জ্ঞান এই জ্ঞান অর্জনের সর্বোত্তম স্থান হলো শিক্ষা প্রতিষ্ঠান । তন্মধ্যে যে প্রতিষ্ঠান হাতে কলমে শিক্ষা দানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষ ও কর্মমূখী করে এবং বেকারত্বর অভিষাপ থেকে মুক্ত করে স্বনিভর হিসাবে গড়ে তুলে তার নাম হলো কারিগরি শিক্ষা । একটি প্রবাদ আছে ”কারিগরি শিক্ষা নিলে জগৎ জুড়ে কর্ম মিলে ।“ এই লক্ষে অত্র এলাকার বিপুল জনগোষ্ঠীকে বেকারত্বের অভিষপ থেকে মুক্ত করে দক্ষ ও কর্মমুখী জনবল গঠনের কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান পীরগঞ্জ টেকঃ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ । এ পথকে সুগম ও সুন্দর করার জন্য রয়েছে একদল দক্ষ কারিগর বা শিক্ষকমন্ডলী ।যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের প্রতিষ্ঠানের যে ঐতিহ্য ও সুন্দর ফলাফল তা ধরে রাখা সম্ভব হচ্ছে । See Full Site
03/03/2016
College, Education