প্রতিষ্ঠা কাল: ০১/০১/১৯৬৫ইং
নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস প্রাচিন ও প্রসিদ্ধ। তৎকালীন গ্রাম বাংলার কৃষক, কামার-কুমার পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এলাকার যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ভূমিকা রাখেন তারা হলেন, জনাব আর.কে.এম. মোসলেম উদ্দিন মিঞা, জনাব মোঃ নবাব আলী সরকার, জনাব মোঃ আরব উদ্দিন হক, জনাব মোঃ সহর উদ্দিন কবিরাজ প্রমুখ। তাঁদের প্রচেষ্টায় বিদ্যালয়টি ০১/০১/১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং জনাব খন্দকার কায়কোবাদ সাহেবকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। বিদ্যালয়টি ০১/০৭/১৯৬৬ সালে নিম্ন মাধ্যমিক হিসাবে ১ম স্বীকৃতি পায় এবং ০১/০১/১৯৭১ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করার পর ০১/০১/১৯৭৩ সালে বিজ্ঞান বিভাগ ০১/০১/১৯৭৮ সালে ব্যবসায় শিক্ষা শাখা, ০৪/০২/১৯৯৮ সালে কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান ও ০৯/০১/২০০১ সালে কম্পিউটার শিক্ষা খোলার অনুমতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে উক্ত বিষয়গুলি চালু রয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। See Full site
09/12/2015
Education, School