এই গ্রামের কতিপয় শিক্ষানুরাগী লোকজনের প্রচেষ্টায় খর্দ্দকৌড় বিদ্যালয়টি একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ২০/১২/১৯৯৭ইং সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ০১/০১/২০০১ ইং সালে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পাইয়া অদ্যবধি চলিয়া আসিতেছি এবং ২০/০৫/২০০৪ ইং সালে এম.পি.ও ভূক্ত হয় । অত্র বিদ্যালয়ে বিজ্ঞান,মানবিক,ব্যবসায়ী শিক্ষা,কম্পিউটার ও কৃষি বিভাগ চালু আছে ।
09/12/2015
Education, School