Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

NAODAPARA GIRLS HIGH SCHOOL

নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়

NAODAPARA GIRLS HIGH SCHOOL

শিক্ষকতা একটি মহান ও সৃষ্টিশীল পেশা । আমরা জানি সব পেশারই মূল উৎস হল শিক্ষকতা । আলোকিত মানুষ গড়ার কারিগর হল শিক্ষক । বিশ্বজয়ী ফরাসি বীরযোদ্ধা নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি “ আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো “। যে কোন রাষ্ট্রের উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা । আর সে লক্ষ্যেই মহান ব্রত হিসাবে এ পেশাকে বেছে নিয়েছি । আমি এ বিদ্যালয়ে ১৯৯৪ সালের ১৬ই এপ্রিল প্রধান শিক্ষক পদে যোগদান করি এবং অদ্যবধি দায়িত্বে রয়েছি । আমাদের বিদ্যালয় ১৯৮৩ ইং সালে এলাকার বিশিষ্ট গুনীজনদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠা লাভ করে । সময়ের পরিক্রমায় এগিয়ে চলেছে দেশ, পৃথিবী সেই সাথে সবার সহযোগিতায় সফলতার সাথে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয় । প্রসঙ্গত সমাজের পিছিয়ে পড়া অর্থাৎ অধিকাংশ দিনমজুর শ্রেনীর ব্যক্তিবর্গের সন্তানদের শিক্ষা প্রদান ও মেধাবিকাশে আলোকবর্তিকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই শিক্ষানগরীতে । বিশ্বায়নের যুগে পুরো পৃথিবীকে বলা হয় Global Village অর্থাৎ সমগ্র পৃথিবীতে একটি গ্রাম কল্পনা করা হয় । স্কুলের মূল কার্যক্রম অর্থাৎ পাঠদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও সার্বিক উন্নয়নের সকল ক্ষেত্রে প্রাজ্ঞ শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটি অনন্য ভূমিকা পালন করে আসছে । ফলশ্রুতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ক্রমান্বয়ে উন্নতির ধারা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্র গুলোকে আরও বিকশিত করবে বলে আমি মনে করি । বিদ্যালয়ের সার্বিক কল্যান ও উন্নয়নে যারা পরিশ্রম ও সহযোগিতা করে আসছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । পরিশেষে বিদ্যালয়ের উত্তোরোত্তর সমৃদ্ধিসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি । SEE FULL SITE

Date

13/08/2016

Category

Education, School

Share
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now