ইতিহাস : প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৮৭ খ্রিস্টাব্দ তারিখে স্হানীয় ব্যক্তি বর্গ ও জনসাধারনের অক্লান্ত প্ররিশ্রমে বারানাই নদীর তীরে উপযুক্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে ০১/০১/১৯৯৩ তারিখ হইতে জুনিয়র ও মাধ্যমিক উভয় স্বীকৃতি লাভ করে ০১/০১/১৯৯৪ ইং তারিখে এম.পি.ও ভুক্ত হয় । প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল হইতে সুষ্ঠু , সুন্দর ও সুচারুরূপে পরিচালিত হইয়া আসিতেছে । প্রতিষ্ঠানটি বিজ্ঞান, বানিজ্য, মানবিক, কম্পিউটার ও কৃষি বিষয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে পাঠদান করা হয় । প্রতিষ্টানটিতে ছাত্র-ছাত্রী উভয়ই পাঠদান করা হয় । SEE FULL SITE
13/08/2016
Education, School