শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। এই চিন্তা ধারার গতানুগতিক প্রবর্তনের ফলে ১৯৯৪ সালে হাট মাধনগর উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। এই গ্রামের একজন কৃতি সন্তান বিমান বাহিনির অবসর প্রাপ্ত কর্মকর্তা অবসর গ্রহনের পর গ্রামের বাড়ী হাটমাধনগর এসে দেখলেন প্রত্যন্ত গ্রাম-এলাকার মেয়েরা বটেই পাশাপাশি অনেক ছেলেরাও এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অকালে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে শ্রমিক নামের ঘানি টানছে। এ অবস্থার পরিসমাপ্তির লক্ষে এলাকায় শিক্ষার আলো প্রসারের জন্য তিনি এলাকার জন সমর্থন নিয়ে ১/১/১৯৯৪ সাল হতে উক্ত হাটমাধনগর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন। See Full Size
11/12/2015
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp