এলাকাটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের রন ক্ষেত্র হিসাবে পরিচিত। স্বাধীনতা যুদ্ধের জয়লাভের পর জনসাধারন অনুভব করে শিক্ষাই জাতীয় মেরুদন্ড। শিক্ষাই জাতীকে কুসংস্কারের হাত হতে রক্ষা করতে পারে। তাই অত্র বাজুখলসী গ্রামের ও পার্শ্ববতী গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিরা অনুভব করেন যে, বাজুখলসী গ্রামে একটি উচ্চ বিদ্যালয় স্হাপন অবহেলিত ছাত্র-ছাত্রীরা শিক্ষার আলোয় আলোকিত হইবে এবং শিক্ষার হার বৃদ্ধি হার বৃদ্ধি পইবে। সজাগ ব্যক্তিদের সহযোগিতায় ১৯৭৩ ইং সালে হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। অত্র বিদ্যালয়টি ০১/০৬/১৯৮৫ ইং সালে মাধ্যমিক পর্যায় এম.পি.ও ভুক্ত হয়। SEE FULL SITE