দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস অতি প্রাচীন ও প্রসিদ্ধ । এই দ্বীপপুর গ্রামের বহু পূর্ব হইতে ১টি বিদ্যালয় অবস্থিত । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইহা সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে অবস্থিত আছে । বাংলাদেশ স্বাধীনতার পর তৎকালী পার্শ্ববতী এলাকার ও দ্বীপপুর গ্রামের কতিপয় শিক্ষানুরাগী লোকজনের প্রচেষ্টায় দ্বীপপুর গ্রামে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠাান স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন এবং ০১/০৬/১৯৭৩ ইং সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ০১/০১/১৯৭৪ ইং সালে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ও পরবর্তীতে ০১/০১/১৯৮০ইং সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পাইয়া অদ্যবধি চালিয়া আসিতেছে এবং ০১/০৬/১৯৮০ ই সালে এম পি ও ভক্ত হয় ।অত্র বিদ্যালয়ে মানবিক ,বিজ্ঞান কম্পিউটার ও কৃষি বিভাগ চালু আছে । See Full Site
03/03/2016
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp