বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম বৃহৎ জেলা কুষ্টিয়া। এই জেলা সাহিত্য সংস্কৃতির রাজধানী হিসাবে খ্যাত। এই জেলারই সর্ববৃহৎ উপজেলা দৌলতপুর যা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই জেলার উপর দিয়ে বয়ে চলেছে প্রমত্তা পদ্মা নদী। প্রায় ছয় লক্ষ জনসংখ্যা অধুষিত এই উপজেলার শিক্ষার হার অতি নগন্য। বিশেষ করে নারী শিক্ষার চিত্র আরও করুন। ১৯৯৭ সাল পর্যন্ত এখানে মেয়েদের জন্য পৃথক কোন কলেজ ছিল না। নানা কুসংস্কার, ধর্মীয় গোড়ামী, দারিদ্র, বাল্য বিবাহ প্রভৃতির কারণে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এমতাবস্থায় উপজেলা সদরে মেয়েদের উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার জন্য একটি পৃথক কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়। এই লক্ষ্যে ১৯৯৮ সালে কিছু উচ্চ শিক্ষিত যুবক একত্রিত হয় এবং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। তারা অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, সমাজসেবক সহ সকলের কছে গিয়ে কলেজের জন্য সহযোগিতা কামনা করে। সময়ের এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কলেজ প্রতিষ্ঠায় করনীয় বিষয় নির্ধারনের জন্য এলাকার সর্বস্তরের জনগনকে নিয়ে দৌলতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এবং এরই সূত্র ধরে ১৯৯৮ সালের ৯ ই সেপ্টেম্বর দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ে অত্র অঞ্চলের গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে আরও একটি সবা অনুষ্ঠিত হয় এবং আ সভায় কলেজের আহ্বায়ক কমিটি গঠন, স্থান নির্ধারণ, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, কলেজের নামকরণ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এভাবেই যাত্রা শুরু হয় দৌলতপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দৌলতপুর গার্লস কলেজের। See Full Site
05/03/2016
College, Education
Click one of our contacts below to chat on WhatsApp