কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন বারুইপাড়া ইউনিয়নের কেন্দ্র বিন্দুতে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষায় অনাগ্রসর অবহেলিত গ্রামীণ মেয়েদের সু-শিক্ষায় গড়ে তোলার পদক্ষেপ লওয়ার উদ্দেশ্যেই একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানটি বলিদাপাড়া গ্রামের কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সন্নিকটে মনোরম পরিবেশে ’বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিস্রুতির একটি অংশ হিসেবে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে আসছে। বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষা চালু থাকায় বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কারিগরি শিক্ষাসহ কম্পিউটার শিক্ষা গ্রহণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে এনকখানিই ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার হিসেবে শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়ে ওয়েব সাইট চালু করার পদক্ষেপ অত্যান্ত বলিষ্ট। এই পদক্ষেপের জন্য আমি ব্যাক্তিগতভাবে ও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকার সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। SEE FULL SITE
12/08/2016
Education, School
Click one of our contacts below to chat on WhatsApp