দৌলতপুর উপজেলা সদর থেকে ১৫ কি. মি. পশ্চিমে আদাবাড়ীয়া মৌজার উপর ছায়া ঢাকা স্নিগ্ধ শীতল পরিবেশের প্রত্যন্ত গ্রামে আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত । শিক্ষা আলোক বার্তা প্রতিটি পরিবারে পৌছে দেওয়ার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠাতা এলাকার সুধীজনদের মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসে । এদের মধ্যে অন্যতম ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আহম্মেদ সর্দ্দার, মোজাম্মেল হোসেন মানিক, নূর বকস মন্ডল, সামসুদ্দীন বিশ্বাস, আঃ মজিদ, আঃ গফুর, দাউদ মলিথা, শেখ মজিরুদ্দীন, হযরতে আলী, আঃ আজিজ আহম্মেদ প্রমুখ বিশিষ্ট জনেরা। বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর আস্তে আস্তে কলেবর বড় হয়েছে। বিদ্যালয়টি ০১/ ০৭/ ১৯৮৫ সালে ৮ম শ্রেণী পর্যন্ত এমপিও ভুক্ত হয়। এরপর ১৯৯৩ সালে ৯ম ও ১০ম শ্রেণীর পাঠদানের অনুমতি যশোর শিক্ষা বোর্ড প্রদান করেন এবং ২০০০ ইং সালে মাধ্যমিক এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালয়টির সকল কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। See full Site