Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

আইডি কার্ড এবং রিবন প্রিন্ট

আইডি কার্ড ব্যবহার করা কেন জরুরী?

আইডি কার্ড ব্যবহারের মূল উদ্দেশ্য হলো ব্যক্তির পরিচয় নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজতর করা। এটি ব্যবহারকৃত ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে নাগরিক জীবনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সেবা নিশ্চিত হয়। আইডি কার্ড ব্যবহারের মূল কারন হিসেবে কয়েকটি উল্লেখযোগ্য- যেমনঃ পরিচয় নিশ্চিতকরন, সুরক্ষা ও নিরাপত্তা এছাড়া যেকোনো প্রয়োজনীয় সেবা আরো সহজতর করার পাশাপাশি ডিজিটাল লেনদেন ও শিক্ষা ব্যবস্থাকে প্রগতিশীল করা।

আইডি কার্ড ব্যবহারের কারণ ও সুবিধাসমূহ

আইডি কার্ড ব্যবহারের মূল কারণ হলো পরিচয় নিশ্চিত করা এবং ব্যক্তিগত, পেশাগত, কিংবা শিক্ষাগত পরিবেশে বিভিন্ন কার্যক্রমকে সহজতর ও সুরক্ষিত করা। যেমনঃ

  • পরিচয় নিশ্চিতকরণ: প্রতিষ্ঠানের কর্মচারী, ছাত্র-ছাত্রী, বা সদস্যদের সহজে সনাক্ত করার জন্য আইডি কার্ড ব্যবহৃত হয়।
  • নিরাপত্তা বৃদ্ধি: বিশেষত সংবেদনশীল স্থানে প্রবেশ নিয়ন্ত্রণ করতে আইডি কার্ড ব্যবহৃত হয়, যেমন অফিস, গবেষণা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান।
  • উপস্থিতি ও প্রবেশ রেকর্ড: আইডি কার্ডের মাধ্যমে উপস্থিতির হিসাব রাখা যায় এবং নির্দিষ্ট এলাকায় প্রবেশের অনুমতি প্রদান করা হয়।
  • সুবিধা প্রদান: অনেক সময় এটি বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন লাইব্রেরি থেকে বই নেয়া, টিকিট চেক করা, কিংবা সদস্যপদ নিশ্চিত করা।

বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের সকল স্থানে আইডি কার্ড ব্যবহারের প্রচলন খুব ব্যবপ হারে বৃদ্ধি পেয়েছে। পেশাগত বা শিক্ষাগত যেকোনো কাজ করার ক্ষেত্রে আইডি কার্ড এর ব্যবহার বিশেষভাবে লক্ষ্যনীয়।

আইডি কার্ডসমূহ

Laminating Id Card

Low Lamination

PVC Id Card

Smart Id Card

UV Print PVC Card

নীল ফিতা

  • এটির সাইজ যথাক্রমে (১ সে.মি, ১.৫ সে.মি, ২ সে.মি) এর হয়ে থাকে
  • ফিতার উপর কোনো লেখা থাকে না
  • ফিতাটি যেকোনো ঘর্ষনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
  • ফিতার ক্লিপ ও হুক গুলো যথেষ্ট শক্ত হয়ে থাকার ফলে ফিতা ছিড়ে যাওয়া বা খসে যাওয়ার সম্ভাবনা থাকে না।
  • এটির সাইজ যথাক্রমে (১ সে.মি, ১.৫ সে.মি, ২ সে.মি) এর হয়ে থাকে
  • ফিতার উপর লেখা দীর্ঘদিন ব্যবহার এর ফলে নষ্ট হয়ে যায়
  • ফিতাটি যেকোনো লেখা বা সিম্বল ব্যবহার করা যায়
  • ফিতার ক্লিপ ও হুক গুলো যথেষ্ট শক্ত হয়ে থাকার ফলে ফিতা ছিড়ে যাওয়া বা খসে যাওয়ার সম্ভাবনা থাকে না।

স্মার্ট ফিতা

  • এই ফিতার সাইজ ১.৫ সে.মি হয়ে থাকে
  • যেকোনো কালার এর ডিজাইন করা যায়
  • যেকোনো লেখা বা লোগো দিয়ে ব্রান্ডিং করা যায়
  • লেখা মুছে যাওয়ার সম্ভাবনা নেই
  • কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই
  • মজবুত ক্লিপ ব্যবহারের ফলে ফিতাটি ছিড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়
  • এই ফিতার সাইজ ২ সে.মি ও ২.৫ সে.মি হয়ে থাকে
  • যেকোনো কালার এর ডিজাইন করা যায়
  • যেকোনো লেখা বা লোগো দিয়ে ব্রান্ডিং করা যায়
  • লেখা মুছে যাওয়ার সম্ভাবনা নেই
  • কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই
  • মজবুত হুক ও ক্লিপ ব্যবহারের ফলে ফিতাটি ছিড়ে যাওয়ার সম্ভাবনা নেই

আইডি কার্ড ও রিবন প্রিন্ট সম্পর্কিত প্রশ্ন-উওর

আইডি কার্ড কি এবং কেন ব্যবহার করবেন ?

আইডি কার্ড ব্যবহারের মূল কারণ হলো পরিচয় নিশ্চিত করা এবং ব্যক্তিগত, পেশাগত, কিংবা শিক্ষাগত পরিবেশে বিভিন্ন কার্যক্রমকে সহজতর ও সুরক্ষিত করা। যেমনঃ পরিচয় নিশ্চিতকরণ, নিরাপত্তা বৃদ্ধি, উপস্থিতি ও প্রবেশ রেকর্ড, বিভিন্ন সুবিধা প্রদান সহ পেশাগত বা শিক্ষাগত যেকোনো কাজ করার ক্ষেত্রে আইডি কার্ড এর ব্যবহার বিশেষভাবে লক্ষ্যনীয়।

কিভাবে আইডি কার্ড ও রিবন ফিতা অর্ডার করবো?

অর্ডার করতে আমাদের কল করুন (01716-905615) এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ই-কমার্স ওয়েবসাইট (J-shop)। আপনার প্রয়োজনীয় যেকোনো প্রোডাক্ট অর্ডার করে ফেলুন দ্রুত। এছাড়াও ক্যাশ-অন-ডেলিভারী তো আছেই।

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি।

হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, হাই-টেক পার্ক, রাজশাহী।

আমি কি আমার পছন্দ মতো কার্ড ও ফিতা ডিজাইন নিতে পারবো?

হ্যাঁ, অবশ্যই।

আপনি যদি পিভিসি আইডি কার্ড বা যে কোনো সাইজ এর স্মার্ট রিবন নিতে চান তাহলে আপনি আপনার পছন্দমত যেকোনো লেখা/লোগো বা কালার কাস্টমাইজেশন করতে পারবেন।

আইডি কার্ড বা রিবন গুলো আসলে কতটুকু টেকসই বা মজবুত হবে?

আমরা আপনাকে সর্বোত্তম মানের পণ্য সেবা দিয়ে থাকছি। আমাদের আইডি কার্ড ও রিবন প্রিন্ট এর প্রতিটি পণ্যর গুনগত মানের সঠিক নিশ্চয়তা আমরা আপনাকে প্রদান করে থাকি। ফলে আপনি এই প্রোডাক্টগুলো দীর্ঘসময় ব্যবহার করতে পারবেন।

আপনাদের কোথাও স্থায়ী অফিস আছে কি যেখানে গিয়ে আমি পণ্য দেখে অর্ডার করতে পারবো?

জ্বী, আমাদের স্থায়ী অফিস রয়েছে। সেখানে আপনি স্ব-শরীরে এসে পণ্য দেখে বাছায় করে নিয়ে অর্ডার করতে পারবেন।

অফিসের ঠিকানাঃ লেভেল-৩, জেবিডি আইটি, হাইটেক পার্ক, রাজশাহী।

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now