Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ফেসবুক বুস্টিং ও অ্যাড রান

ফেসবুক বুস্টিং ও অ্যাড রান

আপনি কি ফেসবুক বুস্টিং ও অ্যাড রান করাতে চাচ্ছেন ? জেবিডি আইটি হল, বাংলাদেশের অন্যতম প্রধান ফেসবুক বিজ্ঞাপন কোম্পানি। ফেসবুক বুস্টিং (Boosting) ও অ্যাড রান (Ad Run) হল ফেসবুক বিজ্ঞাপন প্রচারের দুটি গুরুত্বপূর্ণ উপায়। ফেসবুক বুস্টিং হলো সহজ ও দ্রুত পদ্ধতি, যেখানে একটি ফেসবুক পোস্টকে পেইড বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়  । এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পোস্টের রিচ বাড়াতে পারবেন । অন্যদিকে, ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে আপনি ক্যাম্পেইন তৈরি  করতে পেরবেন । এখানে আপনি টার্গেটিং, বিভিন্ন বিজ্ঞাপন ফরম্যাট (যেমন ভিডিও, ক্যারোসেল, স্লাইড শো) এবং পরিসংখ্যান মনিটরিং করতে পারবেন।  আমরা আমাদের ক্লায়েন্টদের Facebook বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে থাকি । আপনি আমাদের কাছে সল্প বাজেট দিয়ে আমাদের ফেসবুক বুস্টিং ও অ্যাড রানের প্যাকেজটি নিতে পারবেন ।

বর্তমান সময়ে ফেসবুক বুস্টিং ও অ্যাড রানের গুরুত্ব

বর্তমানে ফেসবুক বুস্টিং ও অ্যাড রানের গুরুত্ব অনেক বেড়েছে, কারণ এটির মাধ্যমে দ্রুত টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব । এর মাধ্যমে নির্দিষ্ট বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ ও আচরণের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন চালানো সম্ভব , যার ফলে প্রচারের কার্যকারিতা  বৃদ্ধি পায়   ফেসবুক অ্যাডের মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি, নতুন পণ্য বা সেবার প্রচার, এবং বিক্রির বৃদ্ধি খুব সহজে । এর ফলে কনভার্সন রেটও উন্নত হয়। এছাড়া, কম খরচে বেশি ফল পাওয়া যায়, যা ছোট ও মাঝারি ব্যবসার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপন ফরম্যাট যেমন ছবি, ভিডিও, ক্যারাউসেল ইত্যাদি ব্যবহার করে ব্র্যান্ডগুলি তাদের কনটেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারে।এছাড়া, বিশেষ অফার প্রচার এবং কাস্টমার এনগেজমেন্ট গড়ে তোলাও ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে সহজ হয়ে যায়, যা একটি  ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

কেন ফেসবুক বুস্টিং ও অ্যাড রান করাবেন

ফেসবুক বুস্টিং ও অ্যাড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যবসা ও ব্র্যান্ডগুলিকে টার্গেট অডিয়েন্সের কাছে  পৌঁছাতে সাহায্য করে। এর মাধ্যমে নির্দিষ্ট বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ, এবং আচরণের ভিত্তিতে গ্রাহক নির্বাচন করতে পেরবেন , ফলে আপনি সঠিক মানুষের কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছাতে পারেন। কম বাজেটে এবং দ্রুত সময়ে আপনি ফেসবুক অ্যাড চালিয়ে ভালো ফলাফল পেতে পারেন, কারণ এটি সাশ্রয়ী এবং এর ট্র্যাকিং সিস্টেম আপনাকে বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে সহায়তা করে। ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপন ফরম্যাট যেমন ছবি, ভিডিও, ক্যারাউসেল ইত্যাদি আপনার কনটেন্টকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেকটিভ করতে সাহায্য করে।

আমাদের ফেসবুক বুস্টিং ও অ্যাড রান সার্ভিসের প্রক্রিয়া

কনটেন্ট অপ্টিমাইজেশন

কনটেন্ট অপ্টিমাইজেশন ফেসবুক বুস্টিং ও অ্যাড রান করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমরা দক্ষতার সাথে এই কাজটি করে থাকি ।

সময়কাল এবং বাজেট

আমরা গুরুত্ব সহকারে কাজটি করে থাকি । যার ফলে কম খরচে ভাল ফলাফল পাওয়া যায়

টাৰ্গেট অডিয়েন্স

আমরা সঠিক অডিয়েন্স নিরবাচন করে থাকি এবং তাদের কাছে অ্যাড রান করে থাকি ।

অ্যাড প্লেসমেন্ট

অ্যাড প্লেসমেন্টে আমরা ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি জায়গা নির্বাচন করে থাকি যার ফলে প্রচারনা বেশি হয় ।

কেন আমাদের কাছ থেকে সার্ভিসটি নিবেন

২৪/৭ সাপোর্ট

আমরা ২৪/৭ সাপোর্ট প্রদান করে থাকি, যার ফলে আপনি যেকোনো সময়, যে কোনো দিনে আমাদের সাহায্য পেতে পারেন।

দ্রুত ডেলিভারি

আমরা দ্রুত কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আপনি সময়মতো আপনার প্রজেক্টটি পেতে পারেন।

অভিজ্ঞ টিম

আমদের টিমে রয়েছে অভিজ্ঞ ফেসবুক এক্সপার্ট । যারা ফেসবুক বুস্টিং ও অ্যাড রান সম্পর্কিত বিভিন্ন দিকে অভিজ্ঞ

ফেসবুক বুস্টিং ও অ্যাড রান সেবা সম্পর্কিত প্রশ্ন-উওর

আমার ব্যবসার জন্য এসইও কেন গুরুত্বপূর্ণ?

বর্তমানে ফেসবুক বুস্টিং ও অ্যাড রানের গুরুত্ব অনেক বেড়েছে, কারণ এটির মাধ্যমে দ্রুত টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব । এর মাধ্যমে নির্দিষ্ট বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ ও আচরণের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন চালানো সম্ভব , যার ফলে প্রচারের কার্যকারিতা বৃদ্ধি পায়

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। । আমাদের হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, হাই-টেক পার্ক, রাজশাহী।

ফেসবুক বুস্টিং ও অ্যাড রান কি খুব ব্যয় বহুল ?

না, গ্রাহক চাহিদা অনুযায়ী আমরা সুলভ মূল্যে সেবা প্রদান করে থাকি।

ফেসবুক বুস্টিং ও অ্যাড রান সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?

সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ।

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now