DDIEXPO 2026, প্রতিপাদ্য ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ শুরু হচ্ছে ২৮ জানুয়ারি।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ উদ্ভাবন, সক্ষমতা ও আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরতে ২৮ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (DDIEXPO 2026)। চার দিনব্যাপী এই এক্সপো ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ।
ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে অনুষ্ঠিতব্য এই এক্সপোর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’। এটির মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতাকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের DDIEXPO–তে প্রায় ৫ লাখ দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রায় ৬ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এক্সপোর কার্যক্রম চলছে।
মেলার শুভ উদ্বোধন করেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের সমন্বয়ে DDIEXPO 2026 বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে বিভিন্ন আইটি কোর্স, এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপস, ডোমেইন হোস্টিং, কম্পিউটার গ্যাজেট সহ অন্যান্য আইটি সেবা সহজলভ্যে পাওয়া যাবে।
দেশের শীর্ষস্থানীয় আইটি & আইটিএস সাপোর্ট জেবিডি আইটি কোম্পানি ও কার্যক্রম ডিজিটাল ডিভাইস ও ইনোভেশনের এই সর্ববৃহৎ এক্সপোতে অংশগ্রহন করছে।
জেবিডি আইটির এক্সপোতে থাকছে বিভিন্ন ধরনের আইটি সেবা যেমন হোস্টিং, ডোমেইন , সফটওয়্যার , ওয়েবসাইট, অ্যাপস ডেভেলপমেন্ট, ই-কমার্স ওয়েবসাইট। জেবিডি আইটি থেকে হোস্টিং কিনলে .bd & .com.bd ডোমেইন ফ্রিতে পেয়ে যাচ্ছেন।
🤝 আমাদের স্টলে এসে রেজিস্ট্রেশন করলেই বিভিন্ন আইটি কোর্সের উপর থাকছে আকর্ষণীয় বোনাস। আমাদের কোর্সসমূহ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অডিও ভিডিও এডিটিং অ্যাপস ডেভেলপমেন্ট, আউটসোর্সিং অফ ফ্রিল্যান্সিং ইত্যাদি।
মেলায় এন্ট্রির বিষয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে তিন ধাপের সহজ রেজিস্ট্রেশন ব্যবস্থা। এর আওতায় প্রথমে অনলাইন নিবন্ধন (ডিডিআইএক্সপো ওয়েবসাইটে), এরপর মেলায় সশরীরে উপস্থিত হওয়া, ও সবশেষে ব্যাজ সংগ্রহের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা যাবে।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
মেলার আকর্ষণসমূহ:
বিশাল গেমিং ও ইস্পোর্টস এরিনা।
দর্শনার্থীদের জন্য সৃজনশীল প্রতিযোগিতা ও বিনোদন, বিভিন্ন পুরষ্কার, অফার ও বোনাস মেলায় থাকবে।
শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ
DDIEXPO 2026–এ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের প্রায় ৮৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়া ঢাকার ১২০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যান্ডিং কার্যক্রম, রোড-শো ও মোটর শোভাযাত্রা পরিচালিত হচ্ছে।
অনলাইন কার্যক্রম ও হ্যাশট্যাগ
মেলাকে কেন্দ্র করে #DDIE2026 হ্যাশট্যাগ ব্যবহার করে ফটো ও রিল ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারীদের প্রতিদিন পুরস্কৃত করা হবে।
প্রদর্শনী জোন ও অংশগ্রহণ
এবারের এক্সপোতে থাকছে হল অব ফেম, সেলিব্রিটি, হারমনি, কার্নিভাল, মিল্কিওয়ে, মিডিয়া বাজার ও উইন্ডি টাউনসহ একাধিক প্রদর্শনী জোন।
দেশি ও বিদেশি শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সরকারি মন্ত্রণালয় ও সংস্থা মিলিয়ে ১৩০টি প্যাভিলিয়ন ও স্টলে বিভিন্ন পণ্য, সেবা, প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শিত হবে।
সেরা প্যাভিলিয়ন পুরস্কার
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনের ভিত্তিতে প্রদান করা হবে ‘সেরা প্যাভিলিয়ন (Best Pavilion)’ এবং ‘সেরা স্টল’ পুরস্কার।
জেবিডি আইটির প্যাভিলিয়ন নাম্বার হলো ৩১ এবং ৩২। স্টলে পুরো ৪-দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
জেবিডি আইটির স্টলে সবাইকে আমন্ত্রণ ।
Jbdit.com.bd