Client Area

Welcome To JBD IT


Student Registration

Client & Staf Login Area


support@jbdit.com.bd
+88 01716905615

ক্লাউড বিজনেস সফটওয়্যার

ক্লাউড বিজনেস সফটওয়্যার

সকল ধরনের ব্যবসার হিসাব-নিকাশ ও ম্যানেজমেন্টের জন্য রয়েছে আমাদের সর্বশেষ টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড বেজ সফটওয়্যার। নিম্নের যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রয়েছে ইন্সট্যান্ট সেট-আপ সমন্বিত সফটওয়্যার ও অ্যাপস। এছাড়া আপনার চাহিদা মত কাস্টমাইজ সফটওয়্যার থাকবে।

 

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার (Cloud Business Software) যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য –

রেসটুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, মেডিক্যাল/ফার্মেসি/হোমিওপ্যাথি, ইলেট্রনিক্স এন্ড  হোম অ্যাপ্লিকেশন্স, ওয়্যারহাউস এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, কম্পিউটার, মোবাইল ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপরেটর, কন্সট্রাকশন ম্যাটেরিয়াল (রড, সিমেন্ট, টাইলস, মার্বেল, গ্রানাইট), ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, পাবলিশিং হাউস, প্রিন্টিং প্রেস, বই-স্টেশনারী ডিসট্রিবিউশন, সেলুন, বিউটি পার্লার ও স্পা, ফ্যাশন এন্ড ক্লথিং/গার্মেন্টস, সুপারশপ, প্রশাধনী সামগ্রী ও গহনা, হোলসেল/রিটেলার, জুতা/সেন্ডেলের দোকান ও শো-রুম, যে কোন তেল লিকুইড জাতীয় স্টোর।

ক্লাউড বিজনেস সফটওয়্যার ব্যবহার করে কী কী জানা ও করা যাবে ?

প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে? খরচ বাদে দৈনিক, মাসিক, বাৎসরিক লাভ কত? কত টাকার পন্য কিনছেন এবং কী পরিমান পন্য স্টকে আছে। ব্যবসায় বর্তমান মূলধন কত আছে? কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু হয়েছিল? চালান সংগ্রহ, ক্রয়-বিক্রয় এবং বিল পরিশোধ করা যায়। মালিকের জন্য আলাদা হিসাব যাতে, ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান শুধু মালিক জানতে ও দেখতে পারবেন। মাত্র একটি ক্লিকেই জানতে পারবেন, ব্যবসার আয়, উন্নতি, ক্ষতি এবং মূলধনের পরিমান। সমস্ত ব্যবসায়িক লেনদেনের সচিত্র (Graphical) উপস্থাপনা ও বিশ্লেষণ।

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের বৈশিষ্ট্য

 

  • বিজনেস ম্যনেজমেন্ট এর বৈশিষ্ট্য : একাধিক ব্যবসা একই সাথে পরিচালনা করা যায় (Cloud Business Software)। একাধিক ব্যবসার হিসাব নিকাশ এক জায়গা থেকে করা যায় ও একাধিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যায়। একাধিক দেশের টাইম জোন, ব্যবসায়িক বছর, প্রফিট মার্জিন সহ আরো অনেক ফিচার ব্যবহার করা যায়।
  • প্রোডাক্ট ম্যানেজমেন্ট : এক বা একাধিক পন্য/প্রোডাক্ট এড করা যায়। স্টক ম্যানেজমেন্ট থাকে, প্রোডাক্ট এনাবল/ডিসেবল করা যায়। বিভিন্ন ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিটস, ট্যাক্স রেটস এড করা যায়। প্রিন্টেড বার কোড এবং লেবেলস শো করে। প্রোডাক্ট এর ম্যানুফেকচার এবং এক্সপায়ারি ডেট সহজেই দেখা যায়। সেলিং প্রাইস গ্রুপ আকারে শো করে। IMEI/সিরিয়াল নম্বর সহজেই দেখা যায়।
  • পারচেস ম্যানেজমেন্ট : এড, এডিট, ডিলেট, ভিউ এন্ড প্রিন্ট পারচেস, পারচেস রিটার্ন ও পেমেন্ট রিমাইন্ডার সুবিধা। ক্রেডিট, পেইড এন্ড মাল্টিপল পেমেন্ট সুবিধা। ট্যাক্স ডিসকাউন্ট  অ্যান্ড শিপিং চার্জেস।
  • সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার : কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার্স দুই জনের নম্বর এড করা যায়। পে টার্মস এন্ড পেমেন্ট এলার্ট এর সুবিধা রয়েছে। পেমেন্ট এর ডিটেলস হিসাব-নিকাশ রয়েছে। ক্রয়-বিক্রয়ের সকল ডিটেলস সুবিধা রয়েছে।

স্টাফ অ্যান্ড সেলস পারসন ক্যাশিয়ার

  • স্টাফ অ্যান্ড সেলস পারসন ক্যাশিয়ার : আধুনিক ইউজার ম্যানেজমেন্ট মডিউল। সবার জন্য আলাদা আলাদা পারমিশন ও রোল এর সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানের কর্মচারীদের অটো বেতন ক্যালকুলেশনের সুব্যবস্থা রয়েছে।
  • সেল অ্যান্ড পস টার্মিনাল: এড, এডিট, ডিলেট, ভিউ অ্যান্ড প্রিন্ট সুবিধা। ক্রেডিট, পেইড এন্ড বাকিতে ক্রয়-বিক্রয় সুবিধা। সেলস রিটার্ন, ট্যাক্স, ডিসকাউন্ট, শিপিং চার্জ, কী-বোর্ড শর্টকাট। পেমেন্ট অপসনে ক্যাশ, কার্ড, বিকাশ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ও মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে।
  • অন্যান্য সুবিধা সমূহ : এস এম এস এবং ই-মেইল এর সুবিধা। বারকোড স্ক্যানার ও থার্মাল প্রিন্টার এর সুবিধা রয়েছে। স্টক এডজাস্টমেন্ট ও খরচ ম্যানেজমেন্ট এর সুবিধা রয়েছে। কাস্টমাইজ ইনভয়েস ও বারকোড সুবিধা রয়েছে। দিন, সপ্তাহ অথবা মাস শেষে আলাদা ভাবে রিপোর্ট প্রদান করার সুবিধা রয়েছে।

জেবিডি আইটি

জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।

আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “ক্লাউড বিজনেস সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম” কয়েকটি আকর্ষণীয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।

গ্রাহক চাহিদা অনুযায়ী

ক্লাউড বিজনেস সফটওয়্যার

(প্রফেশনাল)


 ১টি ব্যবসার অবস্থান


৬০০ ইউজার


 ৩০০ প্রোডাক্ট


২৫০০ ইনভয়েস


এসেনশিয়ালস মডিউল


———


৳ ৫০০.০০ / ১ মাস

ক্লাউড বিজনেস সফটওয়্যার

(বিসনেস)


 ২ টি ব্যবসার অবস্থান


১০০০ ইউজার


৫০০ প্রোডাক্ট


৫০০০ ইনভয়েস


অপরিহার্য মডিউল


উকমার্স মডিউল


৳ ১,০০০.০০ /১ মাস

 ক্লাউড বিজনেস সফটওয়্যার

(কর্পোরেট)


৫টি ব্যবসার অবস্থান


আনলিমিটেড ইউজার


আনলিমিটেড প্রোডাক্ট


আনলিমিটেড ইনভয়েস


অপরিহার্য মডিউল


উকমার্স মডিউল


৳ ১,৫০০.০০ /১ মাস

ক্লাউড বিজনেস সফটওয়্যার সেবা সম্পর্কিত প্রশ্ন-উওর

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট কি ?

সকল ধরনের ব্যবসার হিসাব-নিকাশ ও ম্যানেজমেন্টের জন্য রয়েছে আমাদের সর্বশেষ টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড বেইজড সফটওয়্যার। প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রয়েছে ইন্সট্যান্ট সেট-আপ সমন্বিত সফটওয়্যার ও অ্যাপস। এছাড়া আপনার চাহিদা মত কাস্টমাইজ সফটওয়্যার থাকবে।

ক্লাউড বিজনেস সফটওয়্যারের সাহায্যে কি কি কাজ করা যাবে ?

প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে ?  খরচ বাদে দৈনিক, মাসিক, বাৎসরিক লাভ কত?  কত টাকার পন্য কিনছেন এবং কী পরিমান পন্য স্টকে আছে? ব্যবসায় বর্তমান মূলধন কত আছে? কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু হয়েছিল? চালান সংগ্রহ, ক্রয়-বিক্রয় এবং বিল পরিশোধ করা। মালিকের জন্য আলাদা  হিসাব যাতে, ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান শুধু মালিক জানতে ও দেখতে পারবেন। মাত্র একটি ক্লিকেই জানতে পারবেন, ব্যবসার আয়, উন্নতি, ক্ষতি এবং মূলধনের পরিমান। সমস্ত ব্যবসায়িক লেনদেনের সচিত্র (Graphical) উপস্থাপনা ও বিশ্লেষণ করা ও জানা যাবে এই ক্লাউড বিজনেস সফটওয়্যারের মাধ্যমে।

ক্লাউড বিজনেস মেইনটেইন করা কি খুব কঠিন ?

না, সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে মেইনটেইন করা সহজ।

কেন আমাদের থেকে ক্লাউড বিজনেস সেবা গ্রহন করবেন ?

সুলভ মূল্যে, দক্ষ ডিজাইনার ও ডেভেলপার দ্বারা কাজ করা হয়, সাথে থাকছে  ২৪ ঘন্টা সাপোর্ট। আমরা ২০১৩ সাল থেকে সফলতার সাথে বিশ্বমানের আইটি সেবা প্রদান করে আসছি।

ক্লাউড বিজনেস সফটওয়্যার কোন ধরনের ব্যবসায় ব্যবহার করা যাবে ?

ক্লাউড বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার (Cloud Business Software) যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য –

রেসটুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, মেডিক্যাল/ফার্মেসি/হোমিওপ্যাথি, ইলেট্রনিক্স এন্ড  হোম অ্যাপ্লিকেশন্স, ওয়্যারহাউস এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, কম্পিউটার ,মোবাইল ও যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপরেটর, কন্সট্রাকশন ম্যাটেরিয়াল (রড,সিমেন্ট,টাইলস, মার্বেল, গ্রানাইট), ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, পাবলিশিং হাউস, প্রিন্টিং প্রেস, বই-স্টেশনারী ডিসট্রিবিউশন, সেলুন, বিউটি পার্লার ও স্পা, ফ্যাশন এন্ড ক্লথিং/গার্মেন্টস, সুপারশপ, প্রশাধনী সামগ্রী ও গহনা, হোল সেল/রিটেলার, জুতা/সেন্ডেলের দোকান ও শো-রুম, যে কোন তেল লিকুইড জাতীয় স্টোর।

ক্লাউড বিজনেস সফটওয়্যার কি খুব ব্যয় বহুল ?

না, গ্রাহক চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে সেবা প্রদান করা হয় ।

ক্লাউড বিজনেস সফটওয়্যার সেবা নিতে হলে কিভাবে যােগাযোগ করবো ?

সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ।

জেবিডি আইটি কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান ?

বর্তমান বাজারে অনেক আইটি কোম্পানী রয়েছে, যাদের বেশীর ভাগই সেবা প্রদানের নামে প্রতারনা করে থাকে। তবে এই সকল প্রতিষ্ঠান বেশী দিন টিকে থাকতে পারে না। জেবিডি আইটি ২০১৩ সাল থেকে গ্রাহক সেবায় নিয়োজিত এবং “বাংলাদেশ স্টার্ট আপ এওয়ার্ড” প্রাপ্ত কোম্পানি। বর্তমানে আমাদের ২ টি অফিস রয়েছে। হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী। আমাদের হেড অফিস: জেবিডি আইটি, ৩য় তলা, হাই-টেক পার্ক, রাজশাহী।

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Chat Now