10
Aug
Apps Development Service
in আইটি সার্ভিস
Comments
Apps Development Service
অ্যাপস হলো অ্যাপ্লিকেশান এর সংক্ষিপ্ত রূপ। যা আপনি ডাউনলোড করে আপনার স্মার্ট ফোনে ব্যবহার করেন। মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপস অথবা শুধু অ্যাপস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার আপ্লিকেশন।
এ সকল অ্যাপস বা সফটওয়্যার এক এক জন ব্যক্তি নির্মাণ করে থাকেন বা বানিয়ে থাকেন। স্মার্টফোনের জন্য সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান তৈরি করাকেই অ্যাপস ডেভেলপমেন্ট বলা হয়।
আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “অ্যাপস ডেভেলপমেন্ট” কয়েকটি আকর্ষনিয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।
আমাদের বৈশিষ্ট্য সমূহ :
আকর্ষনীয় ডিজাইন ও পূর্ণ রেজুলেশনের ছবি আপলোড করার সুবিধা।
সহজেই ব্যবহার করা যায়।
সকল অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ।
স্ক্রীনে খুব তাড়াতাড়ি লোড হয়।
সার্চ করার সুবিধা আছে।
নিরাপদ ও হ্যাক হওয়ার সম্ভবনা কম।
নোটিফিকেশনের ব্যবস্থা রয়েছে।
২৪ ঘন্টা সাপোর্ট।
বিস্তারিত – https://jbdit.com.bd/apps-development-service/
মোবাইল: 01716-905615