24
Jul
নিয়োগ বিজ্ঞপ্তি
in ক্যারিয়ার
Comments
“নিয়োগ বিজ্ঞপ্তি”
জেবিডি আইটি, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী প্রতিষ্ঠানে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ চলছে। Laravel, PHP, MySQL সম্পর্কে দক্ষ হতে হবে। একইসাথে পরিশ্রমী ও দক্ষতার সহিত কাজ করতে আগ্রহী থাকতে হবে।
পদের নামঃ Laravel Web Developer
অভিজ্ঞতাঃ
- Laravel সম্পর্কে দক্ষ ধারণা থাকতে হবে।
- অবশ্যই নিজের পোর্টফলিও থাকতে হবে।
কাজের দায়িত্বঃ
- আলাপ-আলোচনার দক্ষ ইতিবাচক মনোভাব থাকতে হবে।
- প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টার কাজ করার সামর্থ থাকতে হবে।
- ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সু-সম্পর্ক বজায় রাখতে হবে।
- ক্লায়েন্টের যেকোনো সমস্যা যাচাই করে তা দক্ষতার সাথে সমাধানের যোগ্যতা থাকতে হবে।
কাজের ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এইচ.এস.সি অথবা সমমান ডিপ্লোমা পাস হতে হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষ্য
আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জেবিডি আইটি
বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী।
মোবাইলঃ ০১৭১৬-৯০৫৬১৫
ই-মেইলঃ support@jbdit.com.bd