01
Jun
জেবিডি আইটির শিক্ষার্থীদের শেখানো হয়েছে কিভাবে পাওয়ারপয়েন্ট তৈরি করে নিজে সেটা প্রেজেন্টেশন দিতে হয়।
in আইটি কোর্স
Comments
জীবনের সব শিক্ষাই যদি হাতে-কলমে প্যাকটিক্যালি শেখার পরে বাস্তবে রূপ দেওয়া যায় তাহলে সেটা প্রকৃত শিক্ষা হিসেবে পরিণত হয়। আজকে পাওয়ার পয়েন্টের ক্লাসে জেবিডি আইটির শিক্ষার্থীদের শেখানো হয়েছে কিভাবে পাওয়ারপয়েন্ট তৈরি করে নিজে সেটা প্রেজেন্টেশন দিতে হয়।
আমরা আশা করছি এই শিক্ষাগুলো তাদের আগামী শিক্ষা জীবনে এবং কর্মজীবনে খুবই কার্য করি হবে। খুব শীঘ্রই আপনারা আমাদের শিক্ষার্থীদের প্রেসেন্টেশন দেখতে পারবেন।